Important Current Affairs For PSC,WBCS and more Upcoming Exams
1. 5G এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স গবেষণার জন্য কোন আইআইটি উইপ্রোর সাথে চুক্তি বদ্ধ হলো ?
উত্তর : আইআইটি খড়গপুর
2. ক্রোয়েশিয়ার সর্বোচ্চ সামরিক সম্মান পেলেন কে ?
উত্তর : রাম নাথ কোভিন্দ
3. 2019 প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার পেলেন কে ?
উত্তর : রাজেন্দ্র যোশী
4. স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হলেন ?
উত্তর : জুজানা কাপুতভা
5. পুরুষ বিভাগে মিয়ামি ওপেন কে জিতলো ?
উত্তর : রজার ফেডেরার
6. 2019 সুলতান আজলান শাহ হকি ট্যুরনামেন্ট কোন দল জিতলো ?
উত্তর : দক্ষিণ কোরিয়া
7. 2019 ফর্মুলা ওয়ান বাহারিন গ্রান্ড প্রিক্স ট্যুরনামেন্ট কে জিতলেন ?
উত্তর : লিউইস হ্যামিল্টন
8. কানধামাল হলুদ যেটা সম্প্রতি জিআই ট্যাগ পেলো সেটা কোন রাজ্যের ?
উত্তর : পশ্চিমবঙ্গ
9. পৃথিবীর প্রথম জাতীয় 5G নেটওয়ার্ক পরিষেবা চালু করতে চলেছে কোন দেশ ?
উত্তর : দক্ষিণ কোরিয়া
10. কোন ল্যাটিন আমেরিকার দেশ আন্তর্জাতিক সৌর জোটে অংশগ্রহণ করলো ?
উত্তর : বলিভিয়া
11. 2019 জন দির্ক্স কানাডা গারিনডার গ্লোবাল হেল্থ পুরস্কার পেলো কে ?
উত্তর : বিক্রম প্যাটেল
12. অনলাইন শিক্ষনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ?
উত্তর : তেলেঙ্গানা
13. কোন ভারতীয় আরব-আমিরশাহীর সর্বোচ্চ নাগরিক সম্মান লাভ করলো ?
উত্তর : নরেন্দ্র মোদী
14. শিকাগো র ইতিহাসে প্রথমবারের জন্য আফ্রিকান-আমেরিকান হয়ে মেয়র হলেন কে ?
উত্তর : লোরি লাইটফুট
15. সম্প্রতি খবরে উঠে আসা মৈত্রী ব্রীজ কোন নদীর উপর তৈরি ?
উত্তর : ইন্দাস
16. ফিফা এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হিসেবে প্রথম কোন ভারতীয় নির্বাচিত হলেন ?
উত্তর : প্রফুল প্যাটেল
17. ওয়ার্ল্ড ব্যাঙ্কের নব নিযুক্ত প্রেসিডেন্ট হলেন ?
উত্তর : ডেভিড মালপাস
18. কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির নব নিযুক্ত প্রেসিডেন্ট কে হলেন ?
উত্তর : বিক্রম কিরলস্কর
19. জাতীয় কার্ডিওলজি কনফারেন্স 2019 কোথায় হলো ?
উত্তর : লখনৌ
20. জীবন বীমা নিগম (LIC) এর ম্যানেজিং ডিরেক্টর কে হলেন ?
উত্তর : ভিপিন আনন্দ মন্ডে
21. 56তম জাতীয় মেরিটাইম দিবস পালন করা হয় কবে ?
উত্তর : 5ই এপ্রিল
22. ভারতের প্রথম কোন রেলস্টেশন ISO র দ্বারা সবুজ সার্টিফিকেট পেলো ?
উত্তর : গুয়াহাটি
23. পুরুষ বিভাগে মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন খেতাব কে পেলেন ?
উত্তর : লিন দান
24. বোম্বে হাইকোর্টে মুখ্য বিচারপতি কে হলেন ?
উত্তর : প্রদীপ নন্দ্রযোগ
25. ESPN ইন্ডিয়া মাল্টি-স্পোর্ট আওয়ার্ড পেলেন কে ?
উত্তর : পি ভি সিন্ধু
26. আফ্রিকান লায়ন নামক অনুশীলন কোন দুটি দেশের মধ্যে হলো ?
উত্তর : মরক্কো এবং আমেরিকা যুক্তরাষ্ট্র
27. ভারতীয় পুরুষ হকি দলের মুখ্য কোচ কে হলেন ?
উত্তর : গ্রাহাম রেইড
28. ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল এর চেয়ারপার্সন কে আছেন এখন ?
উত্তর : আদর্শ কুমার গোয়েল
29. 'বোল্ড কুরুক্ষেত্র' অনুশীলন কোন দুটি দেশের মধ্যে হলো ?
উত্তর : ভারত এবং সিঙ্গাপুর
30. 2018 সরস্বতী সম্মান কে পেলেন ?
উত্তর : কে শিবা রেড্ডি
31. 2018 উইসডেন এর লিডিং ক্রিকেটার কে হলেন ?
উত্তর : বিরাট কোহলি
32. রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান কে পেলেন ?
উত্তর : নরেন্দ্র মোদী
33. প্রতিরক্ষা ফাইন্যান্স-এ নতুন সেক্রেটারি কে হলেন ?
উত্তর : গার্গী কাউল
34. বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত 15 টি সবথেকে দূষিত শহর গুলির মধ্যে প্রথম কে ?
উত্তর : কানপুর
35. জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কে হলেন ?
উত্তর : নাজমা আখতার
36. ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন করপোরেশন এর সিএমডি কে হলেন ?
উত্তর : শিব দাস মিনা
37. প্রথম কোন টেলিস্কোপ কৃষ্ণ গহ্বরের ফটো তুলেছে ?
উত্তর : EHT (Event Horizon Telescope)
38. মীনা কুমারী কোলগ্নে বক্সিং ওয়ার্ল্ড কাপ 2019 এ সোনা জিতলো কোন ক্যাটাগরিতে ?
উত্তর : 54 কেজি বিভাগে
39. জিলেটি বুরকা,যিনি প্যারিস মহিলা ম্যারাথন 2019 জিতেছেন তিনি কোন দেশের ?
উত্তর : ইথিওপিয়া
40. 4th এপিজে আব্দুল কালাম ইনোভেশন কনক্লেভ-এ কাকে লাইফটাইম এচিভমেন্ট পুরস্কার দেওয়া হলো ?
উত্তর : এ কে সিং
41. ইউনেস্কো কানো প্রেস ফ্রিডম পুরস্কার কে পেলেন ?
উত্তর : ক্যাও সুই ও
42. ভারতের প্রথম 'ভোটার পার্ক' কোথায় উদ্বোধন হলো ?
উত্তর : গুরুগ্রাম
43. প্রথম কোন দেশ সশস্ত্র উভচর ড্রোন বোর্ট চালু করলো ?
উত্তর : চীন
44. 2019 ডাচ আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেতাব কে জিতলো ?
উত্তর : হার্সেল দানী
45. মহিলা সুরক্ষা অ্যাপ 'My Circle' কোন টেলিকম সংস্থা লঞ্চ করলো ?
উত্তর : ভারতী এয়ারটেল
46. আইসিসি 2019 বিশ্বকাপে কোন আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তি করলো 'OneDayforChildren' কর্মসূচির জন্য ?
উত্তর : ইউনিসেফ
47. বিশ্ব হিমোফিলিয়া দিবস কবে পালন করা হয় ?
উত্তর : 17ই এপ্রিল
48. কোন দেশ তাদের প্রথম স্যাটেলাইট 'রাবন - 1' মহাকাশে পাঠালো ?
উত্তর : শ্রীলঙ্কা
49. স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলের রাষ্ট্রদূত কে হলেন ?
উত্তর : মিথালি রাজ
50. 2019 পুলিতজার পুরস্কার (ফিকশন বিভাগে) কে পেলেন ?
উত্তর : রিচার্ড পাওয়ারস
51. ইসরায়েলের নব নিযুক্ত প্রধানমন্ত্রী কে হলেন ?
উত্তর : বেঞ্জামিন নাটায়ানহু
52. টিকেটিং প্লাটফর্ম 'redBus' প্রতিষ্ঠানের ব্র্যান্ড আম্বাসাডর কে হলেন ?
উত্তর : এম এস ধোনি
53. জাতীয় সিভিল সার্ভিস দিবস কবে পালন করা হয় ?
উত্তর : 22শে এপ্রিল
54. দক্ষিণ আফ্রিকায় ভারতের নতুন হাই কমিশনার কে হলেন ?
উত্তর : জয়দীপ সরকার
55. 2020 সালের G20 সম্মেলন কোথায় হবে ?
উত্তর : সৌদি আরব
56. ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম সূচিতে ভারতের স্থান কত ?
উত্তর : 140 তম
57. ভারুনা অনুশীলন 2019 ভারত এবং কোন দেশের মধ্যে হলো ?
উত্তর : ফ্রান্স
58. রয়াল সোসাইটি ফেলো তে নির্বাচিত হলেন প্রথম কোন মহিলা ভারতীয় বিজ্ঞানী ?
উত্তর : গগনদীপ কাঙ
59. 2019 সন্তোষ ট্রফি জিতলো কোন দেশ ?
উত্তর : সার্ভিসেস ( পাঞ্জাব কে হারিয়ে)
60. ইউক্রেনের রাষ্ট্রপতি নির্বাচন কে জিতলেন ?
উত্তর : ভলোদিমির জেলেনস্কাই
61. বেস্ট সিনেমাটোগ্রাফি তে বেইজিং আন্তর্জাতিক ফিল্ম উৎসবে কোন সিনেমা পুরস্কার পেলো ?
উত্তর : ভয়ানকম
62. বিশ্ব পৃথিবী দিবস কবে পালন করা হয় ?
উত্তর : 22 শে এপ্রিল ( থিম- Protect our Species)
63. 2019 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনা কে পেলো ?
উত্তর : বজরং পুনিয়া
64. দোহাতে অনুষ্ঠিত হওয়া 2019 এশিয়ান এথেলিটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম সোনা কে পেলেন ?
উত্তর : গোমতী মারিমুঠু
65. বিশ্বের দীর্ঘতম 131 ফুট ইন্ডোর জলপ্রপাত কোথায় তৈরি হলো ?
উত্তর : সিঙ্গাপুর
66. বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয় ?
উত্তর : 25 শে এপ্রিল
67. পৃথিবীর প্রথম ভাসমান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এর সফল পরীক্ষণ করলো কোন দেশ ?
উত্তর : রাশিয়া
68. কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স আকাইউন্টস কে হলেন ?
উত্তর : রাজেন্দ্র কুমার নায়েক
69. সাইরিল আলমেইদা যিনি 2019 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম হিরো পুরস্কার পেলেন তিনি কোন দেশের ?
উত্তর : পাকিস্তান
70. 2019 রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার পেলো কে ?
উত্তর : রানা দাশগুপ্ত (উপন্যাস - solo)
71. Seychelles এ ভারতের নতুন হাই কমিশনার কে হলেন ?
উত্তর : দলবির সিং ( প্রাক্তন সেনা প্রধান )
72. কম সুদে গ্রিন কার লোন কোন ব্যাংক লঞ্চ করলো ?
উত্তর : SBI
73. মাইক্রোইন্সুরেন্স ফ্রেমওয়ার্ক দেখাশোনার জন্য আইআরডিএ-র তৈরি কমিটির প্রধান কে হলেন ?
উত্তর : সুরেশ মাথুর
74. MERA ( Malaria Elimination Research Alliance) কোন সালের মধ্যে ম্যালেরিয়া দূর করবে বলে ঠিক করলো ?
উত্তর : 2030
75. কোন দেশের ডিফেন্স সংস্থা চীন এবং পাকিস্তান এর মধ্যে বর্ডারে টানেল তৈরি করার জন্য চুক্তি করলো ?
উত্তর : ভারতীয় সেনাবাহিনী
76. বন দপ্তরের দ্বারা চালিত বৃক্ষ রোপন অভিযানে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করল কোন রাজ্য ?
উত্তর : উত্তরপ্রদেশ
77. ব্রিটিশ গ্রান্ড Prix ২০২০ কে জিতলেন ?
উত্তর : Lewis Hamilton
78. আইভরি কোস্টের নতুন প্রধানমন্ত্রী হলেন কে ?
উত্তর : Hamed Bakayoka
79. ভারতের কোন মন্ত্রক SKOCH গোল্ড অ্যাওয়ার্ড জিতলো ?
উত্তর : উপজাতি বিষয়ক মন্ত্রক
80. ষষ্ঠ BRICS পরিবেশ মন্ত্রক মিটিং কোন দেশে হলো ?
উত্তর : র্রাশিয়া
81. মাত্র ৩০ সেকেন্ডে কোভিড - 19 রাপিড টেস্টিং করার জন্য ভারতের সাথে কোন দেশ নতুন প্রযুক্তি গড়ে তুলতে চুক্তিবদ্ধ হলো ?
উত্তর : ইজরায়েল
82. কোন দেশ সম্প্রতি প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের জন্য স্টার্ট আপ অপারেশন চালু করল ?
উত্তর : সংযুক্ত আরব আমিরশাহী
83. বাণিজ্য মেলা এক্সপ্রেস ট্রেন প্রথমবারের জন্য চালু করল কোন রেলওয়ে ?
উত্তর : নর্থার্ন রেলওয়ে
84. অল ইন্ডিয়া রেডিও নিউজ সার্ভিস ডিভিশনে ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন ?
উত্তর : জয়দীপ ভাটনগর
85. ভারতের পর কোন দেশ ১৫ই সেপ্টেম্বর , ২০২০ থেকে দেশে tiktok ব্যান করতে চলেছে ?
উত্তর : আমেরিকা যুক্তরাষ্ট্র
86. সম্প্রতি কোন রাজি সরকার 'ই-রাখি বন্ধন' লঞ্চ করল ?
উত্তর : অন্ধ্রপ্রদেশ
87. সম্প্রতি আরো ৪ টি রাজ্য ওয়ান নেশন ওয়ান কার্ডের সাথে যুক্ত হলো,এখন মোট কত গুলো রাজ্য এই স্কিমের আওতায় রয়েছে ?
উত্তর : ২৪ টি
88. গুয়ানার নতুন রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত হলেন ?
উত্তর : ইরফান আলী
89. কোন রাজ্যে বিল্ডিং প্লান approval ম্যানেজমেন্ট সিস্টেম চালু হলো ?
উত্তর : গোয়া
90. ভারতের প্রথম কোন রাজ্যে বরফের চিতাবাঘ্দের জন্য সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠতে চলেছে ?
উত্তর : Uttarakhand
Tags
study materials