Important Current Affairs For PSC,WBCS and more Upcoming Exams

 Important Current Affairs For PSC,WBCS and more Upcoming Exams




1. 5G এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স গবেষণার জন্য কোন আইআইটি উইপ্রোর সাথে চুক্তি বদ্ধ হলো ?
উত্তর : আইআইটি খড়গপুর
2. ক্রোয়েশিয়ার সর্বোচ্চ সামরিক সম্মান পেলেন কে ?
উত্তর : রাম নাথ কোভিন্দ
3. 2019 প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার পেলেন কে ?
উত্তর : রাজেন্দ্র যোশী
4. স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হলেন ?
উত্তর : জুজানা কাপুতভা
5. পুরুষ বিভাগে মিয়ামি ওপেন কে জিতলো ?
উত্তর : রজার ফেডেরার
6. 2019 সুলতান আজলান শাহ হকি ট্যুরনামেন্ট কোন দল জিতলো ?
উত্তর : দক্ষিণ কোরিয়া
7. 2019 ফর্মুলা ওয়ান বাহারিন গ্রান্ড প্রিক্স ট্যুরনামেন্ট কে জিতলেন ?
উত্তর : লিউইস হ্যামিল্টন
8. কানধামাল হলুদ যেটা সম্প্রতি জিআই ট্যাগ পেলো সেটা কোন রাজ্যের ?
উত্তর : পশ্চিমবঙ্গ
9. পৃথিবীর প্রথম জাতীয় 5G নেটওয়ার্ক পরিষেবা চালু করতে চলেছে কোন দেশ ?
উত্তর : দক্ষিণ কোরিয়া
10. কোন ল্যাটিন আমেরিকার দেশ আন্তর্জাতিক সৌর জোটে অংশগ্রহণ করলো ?
উত্তর : বলিভিয়া
11. 2019 জন দির্ক্স কানাডা গারিনডার গ্লোবাল হেল্থ পুরস্কার পেলো কে ?
উত্তর : বিক্রম প্যাটেল
12. অনলাইন শিক্ষনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ?
উত্তর : তেলেঙ্গানা
13. কোন ভারতীয় আরব-আমিরশাহীর সর্বোচ্চ নাগরিক সম্মান লাভ করলো ?
উত্তর : নরেন্দ্র মোদী
14. শিকাগো র ইতিহাসে প্রথমবারের জন্য আফ্রিকান-আমেরিকান হয়ে মেয়র হলেন কে ?
উত্তর : লোরি লাইটফুট
15. সম্প্রতি খবরে উঠে আসা মৈত্রী ব্রীজ কোন নদীর উপর তৈরি ?
উত্তর : ইন্দাস
16. ফিফা এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হিসেবে প্রথম কোন ভারতীয় নির্বাচিত হলেন ?
উত্তর : প্রফুল প্যাটেল
17. ওয়ার্ল্ড ব্যাঙ্কের নব নিযুক্ত প্রেসিডেন্ট হলেন ?
উত্তর : ডেভিড মালপাস
18. কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির নব নিযুক্ত প্রেসিডেন্ট কে হলেন ?
উত্তর : বিক্রম কিরলস্কর
19. জাতীয় কার্ডিওলজি কনফারেন্স 2019 কোথায় হলো ?
উত্তর : লখনৌ
20. জীবন বীমা নিগম (LIC) এর ম্যানেজিং ডিরেক্টর কে হলেন ?
উত্তর : ভিপিন আনন্দ মন্ডে
21. 56তম জাতীয় মেরিটাইম দিবস পালন করা হয় কবে ?
উত্তর : 5ই এপ্রিল
22. ভারতের প্রথম কোন রেলস্টেশন ISO র দ্বারা সবুজ সার্টিফিকেট পেলো ?
উত্তর : গুয়াহাটি
23. পুরুষ বিভাগে মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন খেতাব কে পেলেন ?
উত্তর : লিন দান
24. বোম্বে হাইকোর্টে মুখ্য বিচারপতি কে হলেন ?
উত্তর : প্রদীপ নন্দ্রযোগ
25. ESPN ইন্ডিয়া মাল্টি-স্পোর্ট আওয়ার্ড পেলেন কে ?
উত্তর : পি ভি সিন্ধু
26. আফ্রিকান লায়ন নামক অনুশীলন কোন দুটি দেশের মধ্যে হলো ?
উত্তর : মরক্কো এবং আমেরিকা যুক্তরাষ্ট্র
27. ভারতীয় পুরুষ হকি দলের মুখ্য কোচ কে হলেন ?
উত্তর : গ্রাহাম রেইড
28. ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল এর চেয়ারপার্সন কে আছেন এখন ?
উত্তর : আদর্শ কুমার গোয়েল
29. 'বোল্ড কুরুক্ষেত্র' অনুশীলন কোন দুটি দেশের মধ্যে হলো ?
উত্তর : ভারত এবং সিঙ্গাপুর
30. 2018 সরস্বতী সম্মান কে পেলেন ?
উত্তর : কে শিবা রেড্ডি
31. 2018 উইসডেন এর লিডিং ক্রিকেটার কে হলেন ?
উত্তর : বিরাট কোহলি
32. রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান কে পেলেন ?
উত্তর : নরেন্দ্র মোদী
33. প্রতিরক্ষা ফাইন্যান্স-এ নতুন সেক্রেটারি কে হলেন ?
উত্তর : গার্গী কাউল
34. বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত 15 টি সবথেকে দূষিত শহর গুলির মধ্যে প্রথম কে ?
উত্তর : কানপুর
35. জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কে হলেন ?
উত্তর : নাজমা আখতার
36. ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন করপোরেশন এর সিএমডি কে হলেন ?
উত্তর : শিব দাস মিনা
37. প্রথম কোন টেলিস্কোপ কৃষ্ণ গহ্বরের ফটো তুলেছে ?
উত্তর : EHT (Event Horizon Telescope)
38. মীনা কুমারী কোলগ্নে বক্সিং ওয়ার্ল্ড কাপ 2019 এ সোনা জিতলো কোন ক্যাটাগরিতে ?
উত্তর : 54 কেজি বিভাগে
39. জিলেটি বুরকা,যিনি প্যারিস মহিলা ম্যারাথন 2019 জিতেছেন তিনি কোন দেশের ?
উত্তর : ইথিওপিয়া
40. 4th এপিজে আব্দুল কালাম ইনোভেশন কনক্লেভ-এ কাকে লাইফটাইম এচিভমেন্ট পুরস্কার দেওয়া হলো ?
উত্তর : এ কে সিং
41. ইউনেস্কো কানো প্রেস ফ্রিডম পুরস্কার কে পেলেন ?
উত্তর : ক্যাও সুই ও
42. ভারতের প্রথম 'ভোটার পার্ক' কোথায় উদ্বোধন হলো ?
উত্তর : গুরুগ্রাম
43. প্রথম কোন দেশ সশস্ত্র উভচর ড্রোন বোর্ট চালু করলো ?
উত্তর : চীন
44. 2019 ডাচ আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেতাব কে জিতলো ?
উত্তর : হার্সেল দানী
45. মহিলা সুরক্ষা অ্যাপ 'My Circle' কোন টেলিকম সংস্থা লঞ্চ করলো ?
উত্তর : ভারতী এয়ারটেল
46. আইসিসি 2019 বিশ্বকাপে কোন আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তি করলো 'OneDayforChildren' কর্মসূচির জন্য ?
উত্তর : ইউনিসেফ
47. বিশ্ব হিমোফিলিয়া দিবস কবে পালন করা হয় ?
উত্তর : 17ই এপ্রিল
48. কোন দেশ তাদের প্রথম স্যাটেলাইট 'রাবন - 1' মহাকাশে পাঠালো ?
উত্তর : শ্রীলঙ্কা
49. স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলের রাষ্ট্রদূত কে হলেন ?
উত্তর : মিথালি রাজ
50. 2019 পুলিতজার পুরস্কার (ফিকশন বিভাগে) কে পেলেন ?
উত্তর : রিচার্ড পাওয়ারস
51. ইসরায়েলের নব নিযুক্ত প্রধানমন্ত্রী কে হলেন ?
উত্তর : বেঞ্জামিন নাটায়ানহু
52. টিকেটিং প্লাটফর্ম 'redBus' প্রতিষ্ঠানের ব্র্যান্ড আম্বাসাডর কে হলেন ?
উত্তর : এম এস ধোনি
53. জাতীয় সিভিল সার্ভিস দিবস কবে পালন করা হয় ?
উত্তর : 22শে এপ্রিল
54. দক্ষিণ আফ্রিকায় ভারতের নতুন হাই কমিশনার কে হলেন ?
উত্তর : জয়দীপ সরকার
55. 2020 সালের G20 সম্মেলন কোথায় হবে ?
উত্তর : সৌদি আরব
56. ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম সূচিতে ভারতের স্থান কত ?
উত্তর : 140 তম
57. ভারুনা অনুশীলন 2019 ভারত এবং কোন দেশের মধ্যে হলো ?
উত্তর : ফ্রান্স
58. রয়াল সোসাইটি ফেলো তে নির্বাচিত হলেন প্রথম কোন মহিলা ভারতীয় বিজ্ঞানী ?
উত্তর : গগনদীপ কাঙ
59. 2019 সন্তোষ ট্রফি জিতলো কোন দেশ ?
উত্তর : সার্ভিসেস ( পাঞ্জাব কে হারিয়ে)
60. ইউক্রেনের রাষ্ট্রপতি নির্বাচন কে জিতলেন ?
উত্তর : ভলোদিমির জেলেনস্কাই
61. বেস্ট সিনেমাটোগ্রাফি তে বেইজিং আন্তর্জাতিক ফিল্ম উৎসবে কোন সিনেমা পুরস্কার পেলো ?
উত্তর : ভয়ানকম
62. বিশ্ব পৃথিবী দিবস কবে পালন করা হয় ?
উত্তর : 22 শে এপ্রিল ( থিম- Protect our Species)
63. 2019 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনা কে পেলো ?
উত্তর : বজরং পুনিয়া
64. দোহাতে অনুষ্ঠিত হওয়া 2019 এশিয়ান এথেলিটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম সোনা কে পেলেন ?
উত্তর : গোমতী মারিমুঠু
65. বিশ্বের দীর্ঘতম 131 ফুট ইন্ডোর জলপ্রপাত কোথায় তৈরি হলো ?
উত্তর : সিঙ্গাপুর
66. বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয় ?
উত্তর : 25 শে এপ্রিল
67. পৃথিবীর প্রথম ভাসমান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এর সফল পরীক্ষণ করলো কোন দেশ ?
উত্তর : রাশিয়া
68. কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স আকাইউন্টস কে হলেন ?
উত্তর : রাজেন্দ্র কুমার নায়েক
69. সাইরিল আলমেইদা যিনি 2019 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম হিরো পুরস্কার পেলেন তিনি কোন দেশের ?
উত্তর : পাকিস্তান
70. 2019 রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার পেলো কে ?
উত্তর : রানা দাশগুপ্ত (উপন্যাস - solo)
71. Seychelles এ ভারতের নতুন হাই কমিশনার কে হলেন ?
উত্তর : দলবির সিং ( প্রাক্তন সেনা প্রধান )
72. কম সুদে গ্রিন কার লোন কোন ব্যাংক লঞ্চ করলো ?
উত্তর : SBI
73. মাইক্রোইন্সুরেন্স ফ্রেমওয়ার্ক দেখাশোনার জন্য আইআরডিএ-র তৈরি কমিটির প্রধান কে হলেন ?
উত্তর : সুরেশ মাথুর
74. MERA ( Malaria Elimination Research Alliance) কোন সালের মধ্যে ম্যালেরিয়া দূর করবে বলে ঠিক করলো ?
উত্তর : 2030
75. কোন দেশের ডিফেন্স সংস্থা চীন এবং পাকিস্তান এর মধ্যে বর্ডারে টানেল তৈরি করার জন্য চুক্তি করলো ?
উত্তর : ভারতীয় সেনাবাহিনী
76. বন দপ্তরের দ্বারা চালিত বৃক্ষ রোপন অভিযানে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করল কোন রাজ্য ?
উত্তর : উত্তরপ্রদেশ 
77. ব্রিটিশ গ্রান্ড Prix ২০২০ কে জিতলেন ?
উত্তর : Lewis Hamilton 
78. আইভরি কোস্টের নতুন প্রধানমন্ত্রী হলেন কে ?
উত্তর : Hamed Bakayoka 
79. ভারতের কোন মন্ত্রক SKOCH গোল্ড অ্যাওয়ার্ড জিতলো ?
উত্তর : উপজাতি বিষয়ক মন্ত্রক 
80. ষষ্ঠ BRICS পরিবেশ মন্ত্রক মিটিং কোন দেশে হলো ?
উত্তর : র্রাশিয়া 
81. মাত্র ৩০ সেকেন্ডে কোভিড - 19 রাপিড টেস্টিং করার জন্য ভারতের সাথে কোন দেশ নতুন প্রযুক্তি গড়ে তুলতে চুক্তিবদ্ধ হলো ?
উত্তর : ইজরায়েল 
82. কোন দেশ সম্প্রতি প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের জন্য স্টার্ট আপ অপারেশন চালু করল ?
উত্তর : সংযুক্ত আরব আমিরশাহী 
83. বাণিজ্য মেলা এক্সপ্রেস ট্রেন প্রথমবারের জন্য চালু করল কোন রেলওয়ে ?
উত্তর : নর্থার্ন রেলওয়ে
84. অল ইন্ডিয়া রেডিও নিউজ সার্ভিস ডিভিশনে ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন ?
উত্তর : জয়দীপ ভাটনগর 
85. ভারতের পর কোন দেশ ১৫ই সেপ্টেম্বর , ২০২০ থেকে দেশে tiktok ব্যান করতে চলেছে ?
উত্তর : আমেরিকা যুক্তরাষ্ট্র 
86. সম্প্রতি কোন রাজি সরকার 'ই-রাখি বন্ধন' লঞ্চ করল ?
উত্তর : অন্ধ্রপ্রদেশ 
87. সম্প্রতি আরো ৪ টি রাজ্য ওয়ান নেশন ওয়ান কার্ডের সাথে যুক্ত হলো,এখন মোট কত গুলো রাজ্য এই স্কিমের আওতায় রয়েছে ?
উত্তর : ২৪ টি 
88. গুয়ানার নতুন রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত হলেন ?
উত্তর : ইরফান আলী
89. কোন রাজ্যে বিল্ডিং প্লান approval ম্যানেজমেন্ট সিস্টেম চালু হলো ?
উত্তর : গোয়া 
90. ভারতের প্রথম কোন রাজ্যে বরফের চিতাবাঘ্দের জন্য সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠতে চলেছে ?
উত্তর : Uttarakhand 

Post a Comment

Previous Post Next Post

Contact Form