Question Answer Set for Rail NTPC/Group D/WBCS/WBPSC
Hello Friends,
GK প্রতিটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ , তাই ঠিকমত প্রাকটিস না করলে মনে রাখা খুব কঠিন | তাই আমরা নিয়ে এসেছি প্রশ্ন এবং উত্তরের সেট যেগুলো প্রাকটিস করলে পরীক্ষায় এখান থেকে ভালো মতো নম্বর তোমরা তুলতে পারবে | নিচের প্রশ্ন গুলো রাজ্য কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষায় কোনো না কোনো সময় এসেছে তাই এমন ধরনের প্রশ্ন গুলো একটু বেশি করে প্রাকটিস করা যায় তবে আশা করা যায় কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কমন পাওয়া যাবে |
কারণ আমরা দেখেছি প্রতিটা পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন বিগত বছর থেকে দেওয়া হয় যেগুলো আগের কোনো না কোনো পরীক্ষায় এসেছে | আমাদের প্রশ্ন উত্তরের এই সেট গুলো এমনই সব প্রশ্ন উত্তরের সম্ভার | তাই আর দেরী কেন নিচের প্রশ্ন গুলো দেখে খাতায় লিখে নাও তার পর নিচে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে দেখো কত গুলো ঠিক হলো আর কত কত গুলো ভুল | আর অবশ্যই কমেন্ট করে জানিও 20 টা প্রশ্নের মধ্যে কত গুলো ঠিক করলে আর কত গুলো ভুল |
1. ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয়েছিল ?
[a] 1785
[b] 1786
[c] 1784
[d] 1783
2. ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ?
[a] উইলিয়াম এডাম
[b] সি ওয়াই মুদলিয়ার
[c] আনন্দ মোহন বোস
[d] দাদাভাই নৌরজি
3. ইস্ট ইন্ডিয়া এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ?
[a] জগন্নাথ শঙ্কর শেঠ
[b] শিশির কুমার ঘোষ
[c] দাদাভাই নৌরজি
[d] এদের কেউ নয়
4. চাঁদ নিয়ে পড়াশোনা কে কি বলা হয় ?
[a] মুনোলজি
[b] সেরোলজি
[c] সৌরলজি
[d] সেলিনোলজি
5. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
[a] নাঙ্গপর্বত
[b] আনাইমুদি
[c] কামেট
[d] সাসের কাংরি
6. মুদুমালাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
[a] কেরালা
[b] উত্তরপ্রদেশ
[c] মধ্যপ্রদেশ
[d] তামিলনাড়ু
7. থাইল্যান্ডের মুদ্রা কি ?
[a] বাহত
[b] ইউরো
[c] শিলিং
[d] লিরা
8. অ্যানিমোমিটার এর সাহায্যে কি পরিমাপ করা যায় ?
[a] আপেক্ষিক আদ্রতা
[b] বায়ুর চাপ
[c] বাতাসের বেগ
[d] কোনটি নয়
9. ভারতীয় সংবিধানের কত নং ধারায় অস্পৃশ্যতা বিলুপ্তি-র কথা বলা আছে ?
[a] আর্টিকেল 20
[b] আর্টিকেল 17
[c] আর্টিকেল 19
[d] আর্টিকেল 21
10. 11তম মৌলিক কর্তব্য টি সংবিধানের কততম সংশোধনে অন্তর্ভুক্ত করা হয়েছে ?
[a] 84 তম
[b] 83 তম
[c] 85 তম
[d] 86 তম
11. হাই কোর্টের প্রতিটি বিচারককে কে নিযুক্ত করেন ?
[a] প্রধানমন্ত্রী
[b] রাজ্যপাল
[c] রাষ্ট্রপতি
[d] মুখ্যমন্ত্রী
12. ভারতের প্রথম মুখ্য নিৰ্বাচন কমিশনার কে ছিলেন ?
[a] সুকুমার সেন
[b] এস পি সেন ভার্মা
[c] আর কে ত্রিবেদী
[d] এম এস গিল
13. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা টি 'পি সি মহলানবীশ মডেলে' এর উপর ভিত্তি করে তৈরি ?
[a] প্রথম
[b] দ্বিতীয়
[c] তৃতীয়
[d] পঞ্চম
14. ভারতীয় টাকার যে চিহ্ন '₹' এটি কার তৈরি ?
[a] ওয়াই ভি রেড্ডি
[b] ইন্দিরা গান্ধী
[c] উদয় শঙ্কর
[d] উদয় কুমার
15. ভারতের সর্ববৃহৎ জীবন বীমা কোম্পানি 'LIC' কবে প্রতিষ্ঠা হয়েছিল ?
[a] 1949
[b] 1956
[c] 1935
[d] 1957
16. এক অ্যাঙষ্ট্রম বলতে কত মিটার বুঝি ?
[a] 10^8 m
[b] 10^-10 m
[c] 10^10 m
[d] 10^6 m
17. স্নেহ বা ফ্যাটে কি ধরনের এসিড থাকে ?
[a] সাইট্রিক এসিড
[b] ল্যাকটিক এসিড
[c] অক্সালিক এসিড
[d] স্টিয়ারিক এসিড
18. মানব দেহের দীর্ঘতম কোশ টির নাম কি ?
[a] ক্রোমোজোম
[b] বৃক্ক
[c] সুষুম্মাকান্ড
[d] নিউরন
19. প্রথম কোন ভারতীয় ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন ?
[a] আচার্য বিনোবা ভাবে
[b] অমর্ত্য সেন
[c] নরসিংহ রাও
[d] এদের কেউ নয়
20. ইন্টারপোলস (আন্তর্জাতিক পুলিশ ) এর সদর দপ্তর কোথায় ?
[a] দুবাই, আরব-আমিরশাহী
[b] নিউইয়র্ক, আমেরিকা যুক্তরাষ্ট্র
[c] ব্রুসেলস , আর্জেন্টিনা
[d] লিয়ন্স, ফ্রান্স
Answer Key :
1) [c] 1784 2) [a] উইলিয়াম এডাম 3)[c] দাদাভাই নৌরজি 4) [d] সেলিনোলজি
5) [b] আনাইমুদি 6)[d] তামিলনাড়ু 7)[a] বাহত 8)[c] বাতাসের বেগ 9) [b] আর্টিকেল 17
10)[d] 86 তম 11)[c] রাষ্ট্রপতি 12)[a] সুকুমার সেন 13)[b] দ্বিতীয় 14)[d] উদয় কুমার
15)[b] 1956 16)[b] 10^-10 m 17)[d] স্টিয়ারিক এসিড 18)[d] নিউরন
19)[a] আচার্য বিনোবা ভাবে 20)[d] লিয়ন্স, ফ্রান্স
Thanks for Visiting.
Tags
study materials