
এই পোস্টটি ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে তৈরি করা হয়েছে, যা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হতে পারে। নিচে আরও কিছু তথ্য ও বিশদ বিবরণ দেওয়া হল:
ইতিহাসের প্রশ্ন ও উত্তর (বিস্তারিত)
বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন?
আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ আইন চালু করেছিলেন। তিনি দাম নিয়ন্ত্রণ করে বাজারে স্থিতিশীলতা আনতে চেয়েছিলেন।
সাইমন কমিশন কত সালে গঠন করা হয়েছিল?
সাইমন কমিশন ১৯২৭ সালে গঠন করা হয়েছিল। এটি ভারতের সংবিধানিক সংস্কার পর্যালোচনার জন্য গঠিত হয়েছিল, কিন্তু ভারতীয়রা এটিকে বয়কট করেছিল কারণ এতে কোনো ভারতীয় সদস্য ছিল না।
বীরবল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন?
বীরবল মোগল সম্রাট আকবরের নবরত্নের একজন সদস্য ছিলেন। তিনি আকবরের সভায় একজন বিখ্যাত মন্ত্রী ও কবি হিসেবে পরিচিত ছিলেন।
কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন?
বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন। এই প্রথা অনুযায়ী, উচ্চবর্ণের মধ্যে বিবাহের ক্ষেত্রে কৌলিন্য বা বংশগত মর্যাদা গুরুত্বপূর্ণ ছিল।
সেন বংশের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন?
সেন বংশের মূল প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। এই বংশ বাংলা অঞ্চলে শাসন করেছিল।
মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
মহাবিদ্রোহের সময় (১৮৫৭ সালের বিদ্রোহ) গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
অমৃতসরের সন্ধি ১৮০৯ সালে স্বাক্ষরিত হয়েছিল। এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মহারাজা রঞ্জিত সিংয়ের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে তৈরি করেছিলেন?
গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করেছিলেন শেরশাহ সুরি। এটি উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ সড়ক ছিল।
বৈদিক যুগে বর্তমানের সুতলেজ নদীর নাম কি ছিল?
বৈদিক যুগে বর্তমানের সুতলেজ নদীর নাম ছিল শতদ্রু।
পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন?
পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন ওয়ারেন হেস্টিংস। এটি বাংলায় রাজস্ব আদায়ের একটি পদ্ধতি ছিল।
আলেকজান্ডার কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
আলেকজান্ডার ধননন্দের রাজত্বকালে ভারতে এসেছিলেন। ধননন্দ ছিলেন নন্দ বংশের শেষ শাসক।
সত্যশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
সত্যশোধক সমাজ ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি জ্যোতিরাও ফুলে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
কত সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল?
প্রার্থনা সমাজ ১৮৬৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন ছিল।
ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল?
ভারতের গণপরিষদ ১৯৪৬ সালে গঠন করা হয়েছিল। এটি ভারতের সংবিধান প্রণয়নের জন্য গঠিত হয়েছিল।
জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল।
কার শাসনকালে দহশালা ব্যবস্থা চালু করা হয়?
আকবরের শাসনকালে দহশালা ব্যবস্থা চালু করা হয়। এটি রাজস্ব আদায়ের একটি পদ্ধতি ছিল।
ভারতের প্রথম রেললাইন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন?
লর্ড ডালহৌসি ভারতের প্রথম রেললাইন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন।
কত সালে অশোকের লিপির পাঠোদ্ধার করা হয়?
অশোকের লিপির পাঠোদ্ধার করা হয় ১৮৩৮ সালে।
বারদৌলি সত্যাগ্রহ কত সালে শুরু হয়েছিল?
বারদৌলি সত্যাগ্রহ ১৯২৮ সালে শুরু হয়েছিল। এটি একটি কৃষক আন্দোলন ছিল।
কত সালে উডের নির্দেশনামা প্রকাশিত হয়েছিল?
উডের নির্দেশনামা ১৮৫৪ সালে প্রকাশিত হয়েছিল। এটি ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রণয়ন করা হয়েছিল।
চরমপন্থী নেতা ছিলেন কে?
বাল গঙ্গাধর তিলক ছিলেন একজন চরমপন্থী নেতা।
সারভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন?
গোপালকৃষ্ণ গোখলে সারভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন।
জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠন করা হয়েছিল?
জাতীয় পরিকল্পনা কমিশন ১৯৫০ সালে গঠন করা হয়েছিল।
গান্ধী বুড়ি কাকে বলা হয়?
মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়।
সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন?
খান আব্দুল গফ্ফার খান সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন।
ভারতীয় সংগীতের উৎস কোন বেদ থেকে জানা যায়?
ভারতীয় সংগীতের উৎস সামবেদ থেকে জানা যায়।
সবচেয়ে প্রাচীন বেদ কোনটি?
সবচেয়ে প্রাচীন বেদ হল ঋগ্বেদ।
হুণ আক্রমণ কোন শাসক প্রতিহত করেছিলেন?
স্কন্দগুপ্ত হুণ আক্রমণ প্রতিহত করেছিলেন।
মৃচ্ছকটিক কে লিখেছিলেন?
মৃচ্ছকটিক লিখেছিলেন শূদ্রক।
সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল?
সমুদ্রগুপ্তের রাজধানী ছিল পাটুলিপুত্র।
চম্পারণ সত্যগ্রহ কত সালে হয়েছিল?
চম্পারণ সত্যগ্রহ ১৯১৭ সালে হয়েছিল।
কুরু মহাজনপদের রাজধানীর নাম কি?
কুরু মহাজনপদের রাজধানীর নাম ছিল ইন্দ্রপ্রস্থ।
নাসিক প্রশস্তি থেকে কার কথা জানা যায়?
নাসিক প্রশস্তি থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানা যায়।
প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল?
প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ ১৭৭৫-১৭৮২ সালে হয়েছিল।
লাখবখশ কাকে বলা হত?
কুতুবউদ্দিন আইবককে লাখবখশ বলা হত।
সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা হলেন কে?
সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী।
মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন?
মুঘল বংশের শেষ সম্রাট ছিলেন ঔরঙ্গজেব।
আবুল ফজল কোন রাজার সভাকবি ছিলেন?
আবুল ফজল আকবরের সভাকবি ছিলেন।
অশ্বঘোষ কোন রাজ্যের সভাকবি ছিলেন?
অশ্বঘোষ কণিষ্কের সভাকবি ছিলেন।
ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?
চাণক্যকে ভারতের মেকিয়াভেলি বলা হয়।
কৌশাম্বী কোন মহাজনপদের রাজধানী ছিল?
কৌশাম্বী বৎস মহাজনপদের রাজধানী ছিল।
মল্ল-র রাজধানী কি ছিল?
মল্ল-র রাজধানী ছিল কুশিনগর।
কোন শাসক কুনিক উপাধি পেয়েছিলেন?
অজাতশত্রু কুনিক উপাধি পেয়েছিলেন।
হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল?
হলদিঘাটের যুদ্ধ ১৫৭৬ সালে হয়েছিল।
সাঁওতাল বিদ্রোহের সূচনা কত সালে হয়েছিল?
সাঁওতাল বিদ্রোহের সূচনা ১৮৫৫ সালে হয়েছিল।
শ্রেণিক কোন শাসকের উপাধি ছিল?
শ্রেণিক উপাধি ছিল বিম্বিসারের।
পবনদূত কার লেখা?
পবনদূত ধোয়ীর লেখা।
গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত।
মহারাজাধিরাজ নামে কে পরিচিত ছিলেন?
প্রথম চন্দ্রগুপ্ত মহারাজাধিরাজ নামে পরিচিত ছিলেন।
কোশল মহাজনপদের রাজধানী কি ছিল?
কোশল মহাজনপদের রাজধানী ছিল শ্রাবস্তী।
ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে?
ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা আমেরিকা থেকে নেওয়া হয়েছে।
কত সালে তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল?
তরাইনের তৃতীয় যুদ্ধ ১২১৬ সালে হয়েছিল।
প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পান্ডুরং।
আইহোল প্রশস্তি কার লেখা?
আইহোল প্রশস্তি রবিকীর্তির লেখা।
দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল?
দ্বৈত শাসন ব্যবস্থা ১৭৬৫ সালে চালু করা হয়েছিল।
দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের নেতা ছিলেন?
দিগম্বর বিশ্বাস নীল বিদ্রোহের নেতা ছিলেন।
ওয়াহাবি আন্দোলন কত সালে হয়েছিল?
ওয়াহাবি আন্দোলন ১৮২০ সালে হয়েছিল।
কোন রাজার আমলে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন?
চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন।
জুনাগড় লিপি থেকে কার কথা জানা যায়?
জুনাগড় লিপি থেকে রুদ্রদমনের কথা জানা যায়।
সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন?
সোমপুর মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল।
ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়?
ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে।
চৌরিচৌরার ঘটনা কত সালে হয়েছিল?
চৌরিচৌরার ঘটনা ১৯২২ সালে হয়েছিল।
কানপুরে মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন?
কানপুরে মহাবিদ্রোহের সময় নেতৃত্ব দিয়েছিলেন নানাসাহেব।
কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল?
পলাশীর যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল।
গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
গদর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল।
ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছি?
ম্যাঙ্গালোরের সন্ধি ১৭৮৪ সালে স্বাক্ষরিত হয়েছিল।
দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
দ্বিতীয় গোল টেবিল বৈঠক ১৯৩১ সালে অনুষ্ঠিত হয়েছিল।
দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল?
দশ রাজার যুদ্ধ পারুশনি নদীর তীরে হয়েছিল।
গৌতম বুদ্ধ কোথায় প্রথম তাঁর ধর্ম প্রচার করেছিলেন?
গৌতম বুদ্ধ সারনাথে প্রথম তাঁর ধর্ম প্রচার করেছিলেন।
স্যাডলার কমিশন কবে গঠন করা হয়?
স্যাডলার কমিশন ১৯১৭ সালে গঠন করা হয়েছিল।
লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
লখনৌ চুক্তি ১৯১৬ সালে স্বাক্ষরিত হয়েছিল।
কোন রাজার আমলে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন?
চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন।
শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?
শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র।
লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন?
লোদি রাজবংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি।
ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন?
ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ছিলেন লর্ড পেথিক লরেন্স।
কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন?
বিম্বিসার বুদ্ধের সমসাময়িক ছিলেন।
প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল?
প্রথম জৈন সম্মেলন পাটলিপুত্রে হয়েছিল।
কল্পসূত্র কে রচনা করেছিলেন?
কল্পসূত্র রচনা করেছিলেন ভদ্রবাহু।
কিতাব-উল-রেহলা কার লেখা?
কিতাব-উল-রেহলা ইবন বতুতার লেখা।
খালসা প্রথা কে চালু করেছিলেন?
খালসা প্রথা চালু করেছিলেন গুরু গোবিন্দ সিং।
ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন?
ইবন বতুতা মহম্মদ বিন তুঘলকের শাসনকালে ভারতে এসেছিলেন।
কত সালে তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল?
তরাইনের তৃতীয় যুদ্ধ ১২১৬ সালে হয়েছিল।
টোডরমল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন?
টোডরমল আকবরের নবরত্নের সদস্য ছিলেন।
ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন?
ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
প্রথম কত সালে ভারতীয় সংবিধান সংশোধন করা হয়েছিল?
প্রথম ভারতীয় সংবিধান সংশোধন করা হয়েছিল ১৯৫১ সালে।
কার্নেলের যুদ্ধ কত সালে হয়েছিল?
কার্নেলের যুদ্ধ ১৭৩৯ সালে হয়েছিল।
মন্টেগু চেম্সফোর্ড সংস্কার আইন ভারতে কত সালে চালু হয়েছিল?
মন্টেগু চেম্সফোর্ড সংস্কার আইন ভারতে ১৯১৯ সালে চালু হয়েছিল।
সর্বভারতীয় কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
সর্বভারতীয় কিষাণ সভার প্রতিষ্ঠাতা ছিলেন সহজানন্দ সরস্বতী।
কোন রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
দ্বিতীয় মহিপালের আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল।
সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কত সালে হয়েছিল?
সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ১৯৩২ সালে হয়েছিল।
বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল?
বন্দিবাসের যুদ্ধ ১৭৬০ সালে হয়েছিল।
বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
বেসিনের সন্ধি ১৮০২ সালে স্বাক্ষরিত হয়েছিল।
আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
আর্য সমাজ ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশ করেছিলেন?
সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার করা হয়?
হরপ্পা সভ্যতা ১৯২১ সালে আবিষ্কার করা হয়।
দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল।
কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল?
লর্ড ডাফরিনের আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল।
জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন ১৮৮৬ সালে অনুষ্ঠিত হয়েছিল।
সুলতানি আমলে কে ইকতা প্রথা চালু করেছিলেন?
ইলতুৎমিস সুলতানি আমলে ইকতা প্রথা চালু করেছিলেন।
এই প্রশ্ন ও উত্তরগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হতে পারে। ইতিহাসের এই তথ্যগুলি মনে রাখলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।