ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথিদের তালিকা

List of Chief Guests on Republic Day from 1950 to 2025

সুপ্রিয় বন্ধুরা,

আজকের পোস্টে প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথিদের তালিকা শেয়ার করলাম। এতে ১৯৫০ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিবছরের ২৬শে জানুয়ারি পালিত ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট তথা প্রধান অতিথিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

প্রজাতন্ত্র দিবস সংক্রান্ত সাধারণ জ্ঞান বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমনঃ ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি কে? ১৯৫০ সালে প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি কে ছিলেন? ২০২৪ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অতিথি কে ছিলেন? ইত্যাদি প্রশ্ন প্রায়শই বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে।

প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথিদের তালিকা:

সালঅতিথি
১৯৫০ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ
১৯৫১নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ
১৯৫২আমন্ত্রণ জানানো হয়নি
১৯৫৩আমন্ত্রণ জানানো হয়নি
১৯৫৪ভুটানের রাজা জিগমে দোরজি ওয়াংচুক
১৯৫৫পাকিস্তানের গভর্নর-জেনারেল মালিক গোলাম মুহাম্মদ
১৯৫৬যুক্তরাজ্যের চ্যান্সেলর রাব বাটলার, জাপানের প্রধান বিচারপতি কোতারো তানাকা
১৯৫৭আমন্ত্রণ জানানো হয়নি
১৯৫৮চীনের মার্শাল ইয়ে জিয়ান্‌য়িং
১৯৫৯আমন্ত্রণ জানানো হয়নি
১৯৬০সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি ক্লিমেন্ট ভোরোশিলভ
১৯৬১যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথ
১৯৬২আমন্ত্রণ জানানো হয়নি
১৯৬৩কম্বোডিয়ার রাজা নরোদম সিহানুক
১৯৬৪যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লর্ড লুই মাউন্টব্যাটেন
১৯৬৫পাকিস্তানের খাদ্য ও কৃষিমন্ত্রী রানা আবদুল হামিদ
১৯৬৬আমন্ত্রণ জানানো হয়নি
১৯৬৭আমন্ত্রণ জানানো হয়নি
১৯৬৮সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী আলেক্সেই কোসিগিন, যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি জোসিপ ব্রজ টিটো
১৯৬৯বুলগেরিয়ার প্রধানমন্ত্রী টোডোর ঝিভকভ
১৯৭০আমন্ত্রণ জানানো হয়নি
১৯৭১তানজানিয়ার রাষ্ট্রপতি জুলিয়াস নিয়েরেরে
১৯৭২মরিশাসের প্রধানমন্ত্রী সিউসাগুর রামগুলাম
১৯৭৩জাইরের রাষ্ট্রপতি মোবুটু সেসে সেকো
১৯৭৪যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি জোসিপ ব্রজ টিটো, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সিরিমাভো বন্দরনায়িকে
১৯৭৫জাম্বিয়ার রাষ্ট্রপতি কেনেথ কাউন্ডা
১৯৭৬ফ্রান্সের প্রধানমন্ত্রী জাক শিরাক
১৯৭৭পোল্যান্ডের মুখ্য সচিব এডওয়ার্ড গিয়েরেক
১৯৭৮আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি প্যাট্রিক হিলারি
১৯৭৯অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেসার
১৯৮০ফ্রান্সের রাষ্ট্রপতি ভালেরি জিস্কার দেস্তাঁ
১৯৮১মেক্সিকোর রাষ্ট্রপতি হোসে লোপেজ পোর্তিলো
১৯৮২স্পেনের রাজা প্রথম জুয়ান কার্লোস
১৯৮৩নাইজেরিয়ার রাষ্ট্রপতি শেহু শাগারি
১৯৮৪ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক
১৯৮৫আর্জেন্টিনার রাষ্ট্রপতি রাউল আলফোনসিন
১৯৮৬গ্রীসের প্রধানমন্ত্রী আন্দ্রিয়াস পাপান্দ্রিউ
১৯৮৭পেরুর রাষ্ট্রপতি অ্যালান গার্সিয়া
১৯৮৮শ্রীলঙ্কার রাষ্ট্রপতি জুনিয়াস জয়বর্ধনে
১৯৮৯ভিয়েতনামের সাধারণ সচিব গুঁয়েন ভান লিন
১৯৯০মরিশাসের প্রধানমন্ত্রী আনেরুদ জুগনাথ
১৯৯১মালদ্বীপের রাষ্ট্রপতি মাউমুন আবদুল গায়ুম
১৯৯২পর্তুগালের রাষ্ট্রপতি মারিও সোয়ারেস
১৯৯৩যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জন মেজর
১৯৯৪সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী গো চক তং
১৯৯৫দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা
২০২৩মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি
২০২৪ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন
২০২৫ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো

এই তালিকাটি আপনাদের পড়াশোনায় ও সাধারণ জ্ঞান সমৃদ্ধ করতে সহায়ক হবে। আপনারা চাইলে এটি সংরক্ষণ করতে পারেন এবং শেয়ার করে অন্যদেরও জানাতে পারেন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form