
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথিদের তালিকা শেয়ার করলাম। এতে ১৯৫০ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিবছরের ২৬শে জানুয়ারি পালিত ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট তথা প্রধান অতিথিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
প্রজাতন্ত্র দিবস সংক্রান্ত সাধারণ জ্ঞান বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমনঃ ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি কে? ১৯৫০ সালে প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি কে ছিলেন? ২০২৪ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অতিথি কে ছিলেন? ইত্যাদি প্রশ্ন প্রায়শই বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে।
প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথিদের তালিকা:
সাল | অতিথি |
---|---|
১৯৫০ | ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ |
১৯৫১ | নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ |
১৯৫২ | আমন্ত্রণ জানানো হয়নি |
১৯৫৩ | আমন্ত্রণ জানানো হয়নি |
১৯৫৪ | ভুটানের রাজা জিগমে দোরজি ওয়াংচুক |
১৯৫৫ | পাকিস্তানের গভর্নর-জেনারেল মালিক গোলাম মুহাম্মদ |
১৯৫৬ | যুক্তরাজ্যের চ্যান্সেলর রাব বাটলার, জাপানের প্রধান বিচারপতি কোতারো তানাকা |
১৯৫৭ | আমন্ত্রণ জানানো হয়নি |
১৯৫৮ | চীনের মার্শাল ইয়ে জিয়ান্য়িং |
১৯৫৯ | আমন্ত্রণ জানানো হয়নি |
১৯৬০ | সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি ক্লিমেন্ট ভোরোশিলভ |
১৯৬১ | যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথ |
১৯৬২ | আমন্ত্রণ জানানো হয়নি |
১৯৬৩ | কম্বোডিয়ার রাজা নরোদম সিহানুক |
১৯৬৪ | যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লর্ড লুই মাউন্টব্যাটেন |
১৯৬৫ | পাকিস্তানের খাদ্য ও কৃষিমন্ত্রী রানা আবদুল হামিদ |
১৯৬৬ | আমন্ত্রণ জানানো হয়নি |
১৯৬৭ | আমন্ত্রণ জানানো হয়নি |
১৯৬৮ | সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী আলেক্সেই কোসিগিন, যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি জোসিপ ব্রজ টিটো |
১৯৬৯ | বুলগেরিয়ার প্রধানমন্ত্রী টোডোর ঝিভকভ |
১৯৭০ | আমন্ত্রণ জানানো হয়নি |
১৯৭১ | তানজানিয়ার রাষ্ট্রপতি জুলিয়াস নিয়েরেরে |
১৯৭২ | মরিশাসের প্রধানমন্ত্রী সিউসাগুর রামগুলাম |
১৯৭৩ | জাইরের রাষ্ট্রপতি মোবুটু সেসে সেকো |
১৯৭৪ | যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি জোসিপ ব্রজ টিটো, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সিরিমাভো বন্দরনায়িকে |
১৯৭৫ | জাম্বিয়ার রাষ্ট্রপতি কেনেথ কাউন্ডা |
১৯৭৬ | ফ্রান্সের প্রধানমন্ত্রী জাক শিরাক |
১৯৭৭ | পোল্যান্ডের মুখ্য সচিব এডওয়ার্ড গিয়েরেক |
১৯৭৮ | আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি প্যাট্রিক হিলারি |
১৯৭৯ | অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেসার |
১৯৮০ | ফ্রান্সের রাষ্ট্রপতি ভালেরি জিস্কার দেস্তাঁ |
১৯৮১ | মেক্সিকোর রাষ্ট্রপতি হোসে লোপেজ পোর্তিলো |
১৯৮২ | স্পেনের রাজা প্রথম জুয়ান কার্লোস |
১৯৮৩ | নাইজেরিয়ার রাষ্ট্রপতি শেহু শাগারি |
১৯৮৪ | ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক |
১৯৮৫ | আর্জেন্টিনার রাষ্ট্রপতি রাউল আলফোনসিন |
১৯৮৬ | গ্রীসের প্রধানমন্ত্রী আন্দ্রিয়াস পাপান্দ্রিউ |
১৯৮৭ | পেরুর রাষ্ট্রপতি অ্যালান গার্সিয়া |
১৯৮৮ | শ্রীলঙ্কার রাষ্ট্রপতি জুনিয়াস জয়বর্ধনে |
১৯৮৯ | ভিয়েতনামের সাধারণ সচিব গুঁয়েন ভান লিন |
১৯৯০ | মরিশাসের প্রধানমন্ত্রী আনেরুদ জুগনাথ |
১৯৯১ | মালদ্বীপের রাষ্ট্রপতি মাউমুন আবদুল গায়ুম |
১৯৯২ | পর্তুগালের রাষ্ট্রপতি মারিও সোয়ারেস |
১৯৯৩ | যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জন মেজর |
১৯৯৪ | সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী গো চক তং |
১৯৯৫ | দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা |
২০২৩ | মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি |
২০২৪ | ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন |
২০২৫ | ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো |
এই তালিকাটি আপনাদের পড়াশোনায় ও সাধারণ জ্ঞান সমৃদ্ধ করতে সহায়ক হবে। আপনারা চাইলে এটি সংরক্ষণ করতে পারেন এবং শেয়ার করে অন্যদেরও জানাতে পারেন।
Tags
gk