বিভিন্ন স্থানের পুরাতন নাম ও পরিবর্তিত নতুন নাম

gklibrary.com

নমস্কর বন্ধুরা,

আজ আমি বিভিন্ন স্থানের পুরাতন ও নতুন নামের একটি তালিকা শেয়ার করছি, যা বাংলা ভাষায় সংকলিত হয়েছে। এখানে ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন শহরের পরিবর্তিত নামও দেওয়া হয়েছে। পরীক্ষায় এই তথ্য থেকে প্রায়শই প্রশ্ন আসে, যেমন—ইরাকের পূর্বনাম কী ছিল? চেন্নাইয়ের পুরাতন নাম কী ছিল? ইত্যাদি।

ভারতের বিভিন্ন স্থানের পুরাতন ও নতুন নাম

বেনারস → বারানসী

ব্যাঙ্গালোর → বেঙ্গালুরু

বম্বে → মুম্বাই

বরোদা → ভাদোদরা

মাদ্রাজ → চেন্নাই

ক্যালকাটা → কলকাতা

পাটলিপুত্র → পাটনা

পন্ডিচেরি → পুদুচেরী

পুনা → পুনে

ত্রিবান্দ্রম → তিরুবনন্তপুরম

কোচিন → কোচি

আলেপ্পি → আলাপ্পুঝা

কালিকট → কোঝিকোড়

ত্রিচুর → থ্রিসুর

সাকেত → অযোধ্যা

ভাইজ্যাগ → বিশাখাপত্তনম

তাঞ্জোর → থাঞ্জাভুর

ত্রিচি → তিরুচিরাপল্লী

বিজাপুর → বিজয়্পুরা

গৌহাটি → গুয়াহাটি

কেপ কোমোরিন → কন্যাকুমারী

বিশ্বের বিভিন্ন স্থানের পুরাতন ও নতুন নাম

অ্যাবিসিনিয়া → ইথিওপিয়া

বার্মা → মায়ানমার

ইদো → টোকিও

গোল্ড কোস্ট → ঘানা

হল্যান্ড → নেদারল্যান্ড

কাম্পুচিয়া → কম্বোডিয়া

মেসোপটেমিয়া → ইরাক

নিপ্পন → জাপান

পেকিং → বেজিং

পার্সিয়া → ইরান

রেঙ্গুন → ইয়াঙ্গন

কঙ্গো → জাইরে

মালয় → মালয়েশিয়া

সাইগন → হো চি মিন সিটি

সিয়াম → থাইল্যান্ড

তুরিকাম → জুরিখ

জাঞ্জিবার → তানজানিয়া

রাজশাহী → ইসলামাবাদ

সিলন → শ্রীলঙ্কা

সাউথ ওয়েস্ট আফ্রিকা → নামিবিয়া

মাদাগাস্কার → মালাগাসি

অ্যানডালাস → সুমাত্রা

ফরমোসা → তাইওয়ান

স্যান্ডুইচ ওয়ান্ডস → হাওয়াই দ্বীপ

এই তালিকাটি আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাহায্য করবে। শুভ কামনা রইল! 🚀

Post a Comment

Previous Post Next Post

Contact Form