Static GK for WBCS/RAIL/WBPSC/WBP/SSC EXAM

 Static GK for WBCS/RAIL/WBPSC/WBP/SSC EXAM



®ইংরেজি সাহিত্যের ১০০টি গুরুত্বপূর্ণ গ্রন্থ ও

লেখক®


1):- David Copperfield → Charles Dickens

2):- Hamlet → William Shakespeare

3):- The Rime of the Ancient Mariner → Samuel Taylor Coleridge

4):- Das Capital → Karl Mark

5):- Animal Farm → George Orwell

6):- Dialogues → Plato

7):- Tempest → William Shakespeare

8):- Main Kemp → Ad loaf Hitler

9):- Mother → Maxim Gorky

10):- As You Like it → William Shakespeare

11):- Paradise Lost → John Milton

12):- The Tale of Two Cities → Charles Dickens

13):- The Merchant of Venice → William

Shakespeare

14):- Pride and Prejudice → Jane Austen

15):- All’s Well that Ends Well → William

Shakespeare

16):- Anna Karenina → Leo Tolstoy

17):- Origin of Species → Charles Darwin

18):- Discovery of India → Johor Lal Nehru

19):- Asian Drama → Gunner Myrdal

20):- The Old Man and The Sea → Earnest

Hemingway

21):- Julius Caesar → William Shakespeare

22):- Man and Superman → George Bernard

Shaw

23):- War and Peace → Leo Tolstoy

24):- Gulliver’s Travels → Jonathan Swift

25):- Heaven and Earth → Lord Byron

26):- Blue Bird → Lord Alfred Tennyson

27):- Othello → William Shakespeare

28):- India Wins Freedom → Abul Kalam Azad

29):- Marriage and Moral → Bertrand Russell

30):- God of the Small Things → Arundhuty Roy

31):- Caesar and Cleopatra → George Bernard

Shaw

32):- Romeo and Juliet → William Shakespeare

33):- Jungle Book → Rudyard Kipling

34):- Lycidas → John Milton

35):- Emma → Jane Austen

36):- A pair of Blue Eyes → Thomas Hardy

37):- Odyssey → Homer

38):- Memories of the Second World War →

Winston

Churchill

39):- For Whom the Bell Tolls → Earnest

Hemingway

40):- Wealth of Nations → Adam Smith

41):- West Land → T.S Eliot

42):- Vanity Fair → W.M Thackeray

43):- Prince → Machiavelli

44):- Republic → Plato

45):- Freedom → Bertrand Russell

46):- A Long Walk to Freedom → Nelson Mandela

47):- Robinson Crusoe → Daniel Defoe

48):- Sons and Lovers, The Rainbow → D.H

Lawrence

49):- Ulysses → Lord Alfred Tennyson

50):- Sense and Sensibility → Jane Austen

51):- Roots → Alex Haley

52):- To Skylark → P. B Shelly

53):- Time Machine → H. W Wells

54):- Try and Try Again → W.E Hick son

55):- Seven Seas → Rudyard Kipling

56):- Around the World in Eighty Days→ Jules

Verne

57):- Waiting For Goddot → Samuel Becket

58):- Things Fall Apart → Chinua Achebe

59):- Silent Women → Ben Johnson

60):- Wuthering Heights → Emile Bronte

61):- The Way of the World → William Congreve

62):- Voyage of Lilliput → Jonathon Swift

63):- Top Secret → Henry Fielding

64):- Twelfth Night → William Shakespeare

65):- Utopia → Sir Thomas Moore

66):- Tom Jones → Henry Fielding

67):- The Return of the Native → Thomas Hardy

68):- The Alchemist → Ben Jonson

69):- Tess of t D’Urbervilles → Thomas Hardy

70):- Scholar Gipsy → Matthew Arnold

71):- The Rape of the Lock → Alexander Pope

72):- Prelude → William Wordsworth

73):- Ode to the West Wind → P.B Shelly

74):- Great Expectations → Charles Dickens

75):- King Lear → William Shakespeare

76):- Kublai Khan → Samuel Taylor Coleridge

77):- Isabella → John Keats

78):- Measure and Measure → William

Shakespeare

79):-In Memoriam → Lord Alfred Tennyson

80):- Pilgrim’s Progress → John Bunyan

81):- Oliver Twist → Charles Dickens

82):- Paradise Regained → John Milton

83):- Iliad → Homer

84):- Divine Comedy → Dante

85):- Crime and Punishment → Dostoevsky

86):- A Brief History Of Time → Stephen

Hawking

87):- A Farewell to Arms → Earnest Hemingway

88):- A Midsummer’s Nights Dream → William

Shakespeare

89):- Adonis → P. B Shelly

90):- Akbar Nama → Abul Fazal

91):- Canterbury Tales → Geoffrey Chaucer

92):- Comedy of Errors → William Shakespeare

93):- Don Juan → Lord Byron

94):- Dr. Faustus → Christopher Marlowe

95):- Politics → Aristotle

96):- Volpone → Ben Jonson

97):- Dictionary → Samuel Johnson

98):- A Passage to India → E. M. Forster

99):- Macbeth → William Shakespeare

100):- Samson Agonists → John Milton


®সকল সভ্যতার প্রশ্নোত্তর®


প্রশ্ন : প্রাচীনতম সভ্যতাগুলো কি

 কি?

উঃ সিন্ধু সভ্যতা, মিসরীয়

 সভ্যতা, সুমেরীয় সভ্যতা, পারস্য

 সভ্যতা, ব্যাবিলনীয়

 সভ্যতা,রোমান সভ্যতা, ইজিয়ান

 সভ্যতা।

 প্রশ্ন : বিশ্ব সভ্যতার কবে যাত্রা

 শুরু হয়?

উঃ খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দ থেকে।

 প্রশ্ন : পৃথিবীর প্রথম সভ্যতা বলা

 হয় কোন সভ্যতা কে?

উঃ মিশরীয় সভ্যতাকে।

 প্রশ্ন : হোমো স্যাপিয়েন্স বা

 আধুনিক মানুষের উদ্ভব হয় কোন

 যুগে?

উঃ সেনোজোয়িক যুগে।

 প্রশ্ন : আকৃতি ও প্রকৃতিগত দিক

 দিয়ে মানব জাতিকে কয় ভাগে

 ভাগ করা হয়েছে?

উঃ চার ভাগে, (অষ্ট্রেলয়েড,

মঙ্গলয়েড, নিগ্রোয়েড ও

 ককেশীয়)

প্রশ্ন : পাথর যুগ কয় ভাগে বিভক্ত

 ও কি কি?

উঃ দুই ভাগে, যথা- পুরোপলীয়

 যুগ, নবোপলীয় যুগ।

 প্রশ্ন : প্রচীন মিশরীয় সভ্যতা

 কোন নদীর তীরে গড়ে

 উঠেছিল?

উঃ নীলনদ।

প্রশ্ন : মিশরে কোন সভ্যতার

 সূচনা ঘঠে?

উঃ নগর সভ্যতা।

 প্রশ্ন : প্রথম পর্যায়ে মিশরীয়

 লিপি কি ছিল?

উঃ চিত্র ভিত্তিক।

 প্রশ্ন : ফারাও খুফুর পিরামিডের

 উচ্চতা কত?

উঃ প্রায় চার’শ ফুট।

 প্রশ্ন : প্রাচীন মিশরীয়দের মতে

 পাপ-পুণ্যের বিচার কে করবে?

উঃ ওসিরিস।

 প্রশ্ন : হায়ারোগ্লিফিক কি?

উঃ মিশরীয় লিপি।

 প্রশ্ন : মেসোপটেমীর সভ্যতা

 কোথায় গড়ে উঠেছিল?

উঃ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর

 তীরাঞ্চলে।

 প্রশ্ন : সুমেরীয়, ব্যাবিলনীয়,

আশেরীয়, ও ক্যালডীয় সভ্যতা

 কোন সভ্যাতার অন্তভুক্ত?

উঃ মেসোপটেমীয় সভ্যতা।

 প্রশ্ন : মেসোপটিমীয়ার

 সবচেয়ে প্রাচীন সভ্যতাটি গড়ে

 তুলেছিল কারা?

উঃ সুমেরীয়গণ।

 প্রশ্ন : পাটিগণিতের গুন পদ্ধতি

 কারা আবিষ্কার করে?

উঃ মেসোপটেমীয়রা।

 প্রশ্ন : সুমেরীয় সভ্যতার ধর্মীয় ও

 রাষ্ট্রীয় নেতাদের উপাধি কি

 ছিল?

উঃ পাতেজী।

 প্রশ্ন : ব্যবিলনীয় সভ্যতার স্থপতি

 কে ছিলেন?

উঃ হাম্মুরাবি।

 প্রশ্ন : ব্যবিলনীয় সভ্যতা কোথায়

 গড়ে উঠেছিল?

উঃ মেসোপটেমিয়ায়।

 প্রশ্ন : নতুন ব্যবিলনীয় সভ্যতা কে

 গড়ে তুলেছিলেন?

উঃ নেবুচাদ নেজার।

 প্রশ্ন : ব্যবিলনীয় শূন্যেদান কে

 তৈরী করেন?

উঃ নেবুচাদ নেজার।

 প্রশ্ন : ব্যবিলনীদের প্রধান

 দেবতার নাম কি?

উঃ মারডক।       

প্রশ্ন : ব্যবিলনীয়দের লিখন

 পদ্ধতির নাম কি?

উঃ কিউনিফর্ম।

 প্রশ্ন : হাম্মুরাবি কোন সভ্যতার

 আইনবিদ ছিলেন?

উঃ ব্যবলনীয় সভ্যতার।

 প্রশ্ন : আশেরীয় সভ্যতা কোন

 নদীর তীরে গড়ে উঠেছিল?

উঃ টাইগ্রিস।

 প্রশ্ন : কারা প্রথম বৃত্তকে ৩৬০

 ডিগ্রীতে ভাগ করে?

উঃ আশেরীয়গণ।

 প্রশ্ন : কারা প্রথম অক্ষাংশ ও

 দ্রাঘিমাংশ ভাগ করেছিলেন?

উঃ আশেরীয়গণ।

 প্রশ্ন : কারা সর্বপ্রথম লোহার

 অস্ত্র তৈরী করে যুদ্ধে ব্যবহার

 করে?

উঃ আশেরীয়গণ।

 প্রশ্ন : আশেরীয়দের সূর্য দেবতার

 নাম কি?

উঃ শামস।

 প্রশ্ন : কত খিষ্ট্রপূর্বে

 আশেরীয়দের সভ্যতা ধ্বংশ হয়?

উঃ ৬১২ খ্রিষ্টপূর্বে।

 প্রশ্ন : কিভাবে আশেরীয়

 সভ্যতা ধ্বংশ হয়?

উঃ প্রতিবেশী রাজ্যগুলোর

 আক্রমনের মুখে।

 প্রশ্ন : ক্যালডীয় সভ্যতা গড়ে

 তুলেছিলেন কে?

উঃ সম্রাট নেবুচাদ নেজার।

 প্রশ্ন : ক্যালডীয় প্রধান দেবতার

 নাম কি?

উঃ জুপিটার।

 প্রশ্ন : কোন সভ্যতার লোকেরা

 আকাশের গ্রহকে দেবতা মনে

 করত?

উঃ ক্যালডীয়রা।

 প্রশ্ন : কারা প্রথমে সপ্তাহকে

 সাত দিনে বিভক্ত করেন?

উঃ ক্যালডীয়রা।

 প্রশ্ন : কারা প্রথম বছরের দৈর্ঘ্য

 বের করেন?

উঃ ক্যালডীয়রা।

 প্রশ্ন : ক্যালডীয়রা

 জ্যোতিবিজ্ঞানীগণ কয়টি

 নক্ষত্র পুঞ্জের সন্ধান পান?

উঃ ১২ টি।

 প্রশ্ন : ক্যালডীয় সভ্যতার পতন

 ঘটেছিল কিভাবে?

উঃ পারস্য আক্রমনের ফলে।

 প্রশ্ন : লৌহার ব্যবহার কারা শুরু

 করে?

উঃ হিট্রইটরা।       

  প্রশ্ন : এশিয়ার মাইনরে

 লৌহযুগের সূত্রপাত ঘঠে কবে?

উঃ খিষ্ট্রপূর্বে ১২০০ অব্দে।

 প্রশ্ন : সিন্ধু সভ্যতার নিদর্শন কত

 খিষ্ট্রাব্দে আবিষ্কৃত হয়?

উঃ ১৯২১ খিষ্ট্রাব্দে।

 প্রশ্ন : মোহেনজোদারো ও

 হরপ্পা শহর দুটি কবে আবিষ্কৃত হয়?

উঃ ১৯২১-২২ সালে।

 প্রশ্ন : কারা সিন্ধু সভ্যতা গড়ে

 তুলেছিলেন?

উঃ দ্রাবিড়বা।

 প্রশ্ন : মোহেনজোদারো ও

 হরপ্পা কোন সভ্যতায় অবস্থিত?

উঃ সিন্ধু সভ্যতায়।

 প্রশ্ন : সিন্ধু সভ্যতা কখন পতন ঘটে?

উঃ ১৭৫০ খ্রিষ্টপূর্বাব্দে।

 প্রশ্ন : প্রত্নতত্ত্ববিদদের মতে

 সিন্ধু সভ্যতা পতনের কারণ কি?

উঃ প্রলয়ঙ্করী বন্যা।

 প্রশ্ন : সিন্ধুদের তীরে প্রথম

 মাটি খুঁড়ে প্রথম কোন শহরটি

 খোঁজ পাওয়া যায়?

উঃ হরপ্পা নগরী।

 প্রশ্ন : ভারতীয় সভ্যতাটি সিন্ধু

 সভ্যতা নামে পরিচিত কেন?

উঃ সিন্ধু নদের তীরে গড়ে

 উঠেছে বলে।

 প্রশ্ন : মূল সিন্ধু নদের তীরে কত

 এলাকা জুড়ে মহেঞ্জোদারো

 নগরী গড়ে উঠেছিল?

উঃ এক মাইল।

 প্রশ্ন : মহেনজোদারো

 পাকিস্তানের কোন জেলায়

 অবস্থিত?

উঃ লারকানা জেলায়।

 প্রশ্ন : প্রাচীন সভ্যতার

 ইতিহাসে ফিনিশীয়দের

 শ্রেষ্ঠতম পরিচয় কি?

উঃ নাবিক ও জাহাজ

 নির্মাতা হিসেবে।

 প্রশ্ন : সভ্যতার ইতিহাসে

 ফিনিশীয়দের সবচেয়ে বড়

 অবদান কি?

উঃ বর্ণমালার উদ্ভাবন।

 প্রশ্ন : কারা ফিনিশীয়দের

 উদ্ভাবিত বর্ণমালার সাথে

 স্বরবর্ণ যোগ করে বর্ণমালাকে

 সম্পূর্ণ করেন?

উঃ গ্রীকরা।

 প্রশ্ন : ইউরোপীরা কাদের কাছ

 থেকে কলম, কালি ও কাগজের

 ব্যবহার শিখে?

উঃ ফিনিশীয়।

 প্রশ্ন : কত খ্রিষ্টপূর্বে পারস্য

 সম্রাজ্য গড়ে উঠে?

উঃ ৬০০ খ্রিষ্ট্রপূর্ব।

 প্রশ্ন : গ্রীক বীর আলেকজান্ডার

 কবে পারস্য সম্রাজ্য অধিকার

 করেন?

উঃ ৩৩০ খ্রিষ্টপূর্বে।

 প্রশ্ন : পারস্য সাম্রাজ্যের অপর

 নাম কি?

উঃ একমেনিড সাম্রাজ্য।

 প্রশ্ন : কে পারসীয় দিনপুঞ্জী

 তৈরী করেন?

উঃ দারিয়ুস।

 প্রশ্ন : পারস্য স্থাপত্যের গুরুত্বপূর্ণ

 নিদর্শন কোনটি?

উঃ কাইরাসের সমাধি।

 প্রশ্ন : পারস্য ইতিহাসের

 সবচেয়ে সফল শাসক কে?

উঃ দানিয়ুব।


®ছোটো প্রশ্ন ও উত্তর - (Short questions and answers)®


 


প্রশ্ন:-  মেহেরগড় সভ্যতার একজন আবিষ্কারকের নাম লেখো ?


উত্তর:-  বিখ্যাত ফরাসি প্রত্নতত্ত্ববিদ জেন ফ্রাঁসোয়া জারেজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ।


 


প্রশ্ন:-  মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয় ?


উত্তর:- মেহেরগড় সভ্যতা ১৯৭৪ সালে আবিষ্কৃত হয় ।


 


প্রশ্ন:-  মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত ?


উত্তর:-  বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে -- অর্থাৎ বোলান গিরিপথের কাছে ও কোয়েটা শহর থেকে ১৫০ কি.মি. দূরে মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল ।


 


প্রশ্ন:-  মেহেরগড় সভ্যতাটি ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন ?


উত্তর:- মেহেরগড় সভ্যতা ভারতের নতুন প্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন ।


 


প্রশ্ন:- ভারতীয় সভ্যতা কত প্রাচীন ?


উত্তর:- ভারতীয় সভ্যতা প্রায় ৮৫০০ বছরের  প্রাচীন ।


 


প্রশ্ন:-  ভারতের কোন কোন স্থানে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে ?

উত্তর:- ভারতের পশ্চিম পাঞ্জাব ও দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে ।


 


প্রশ্ন:-  ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কী ?


উত্তর:- ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা ।


 


প্রশ্ন:-  মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা ?


উত্তর:-  মেহেরগড় সভ্যতা নতুন প্রস্তর যুগের সভ্যতা ।


 


প্রশ্ন:-  হরপ্পা সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন ?


উত্তর:- হরপ্পা সভ্যতা ভারতের তাম্রপ্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন ।


 


প্রশ্ন:-  মেহেরগড় সভ্যতা কত দূর বিস্তৃত ছিল ?


উত্তর:-  বর্তমান পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তানের জোব নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধু নদ পর্যন্ত মেহেরগড় সভ্যতা  বিস্তৃত ছিল ।


 


প্রশ্ন:- পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের কোন সভ্যতা গড়ে উঠেছিল ?


উত্তর:- পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল ।


 


প্রশ্ন:-  মেহেরগড় সভ্যতার প্রকৃতি কী ধরনের ছিল ?


উত্তর:- মেহেরগড় সভ্যতা ছিল কৃষিকেন্দ্রিক  ।


 


প্রশ্ন:-  বৈদিক সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন ?


উত্তর:-  বৈদিক সভ্যতা ছিল লৌহযুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন ।


প্রশ্ন:-  মেহেরগড় সভ্যতার  ৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম করো ?


উত্তর:- মেহেরগড় সভ্যতার  ৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম হল (ক) মেহেরগড়  (খ) কিলে গুল মহম্মদ (গ) কোটদিজি (ঘ) গুমলা  (ঙ)  মুন্ডিগাক ।


 


প্রশ্ন:- সিন্ধু সভ্যতার নিদর্শন কে  আবিস্কার করেন ?


উত্তর:- বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দোপাধ্যায় সিন্ধু সভ্যতা নিদর্শন আবিস্কার করেন ।


 


প্রশ্ন:-  হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি কোন ধাতুতে নির্মিত  ?


উত্তর:- হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি তামা ও টিন -এর সংমিশ্রণে প্রস্তুত ব্রোঞ্জ ধাতু দিয়ে নির্মিত ।


 


প্রশ্ন:-  হরপ্পা সভ্যতা কী ধরনের সভ্যতা ?


উত্তর:- হরপ্পা সভ্যতা ছিল একটি নগর কেন্দ্রিক সভ্যতা ।


 


প্রশ্ন:-  হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কী ছিল ?


উত্তর:- প্রকৃতিগত ভাবে হরপ্পা সভ্যতা একটি নগর কেন্দ্রিক সভ্যতা হলেও হরপ্পা সভ্যতার মূল ভিত্তি ছিল কৃষি ও পশুপালন ।


 


প্রশ্ন:- হরপ্পা সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানত না 


 

উত্তর:- হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানত না ।


 


প্রশ্ন:- হরপ্পা সভ্যতা কত দিন আগে গড়ে উঠেছিল ?


উত্তর:- খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বৎসর আগে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল ।


 


প্রশ্ন:-  ভারতবর্ষে প্রাক আর্যযুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গেছে ?


উত্তর:- গুজরাটের লোথাল-এ প্রাক আর্যযুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গেছে ।


 


প্রশ্ন:-  ভারতের প্রথম নগরায়নের চিহ্ন কোন অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে ?


উত্তর:- হরপ্পা-মহেঞ্জোদারো অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে ভারতের প্রথম নগরায়নের চিহ্ন পাওয়া গেছে ।


 


প্রশ্ন:-  ভারতের প্রথম নগরায়নের যুগের একটি শহরের নাম লেখো ?


উত্তর:-  ভারতের প্রথম নগরায়নের যুগের একটি শহরের নাম মহেঞ্জোদারো ।


 


প্রশ্ন:-  হরপ্পা সভ্যতা কবে আবিস্কৃত হয় ?


উত্তর:- হরপ্পা সভ্যতা ১৯২৪ সালে আবিস্কৃত হয় ।


 


প্রশ্ন:-  হরপ্পা সভ্যতার  কালসীমা লেখো ?


উত্তর:-  হরপ্পা সভ্যতার কালসীমা হল ৩,০০০ -- ১,৫০০ খ্রিস্টপূর্বাব্দ ।


 


প্রশ্ন:- সিন্ধু সভ্যতা আবিস্কারের সঙ্গে জড়িত একজন প্রত্নতাত্ত্বিকের নাম লেখো ?


উত্তর:- বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দোপাধ্যায় সিন্ধু সভ্যতা আবিস্কার করেন ।


 


প্রশ্ন:- ভারতবর্ষের প্রাচীনতম বন্দর কোনটি ?


উত্তর:- ভারতবর্ষেরর প্রাচীনতম বন্দরের নাম গুজরাটের লোথাল ।


 


প্রশ্ন:- রাজস্থানের কোন অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ?


উত্তর:- রাজস্থানের কালিবঙ্গান অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ।


 


প্রশ্ন:- কোন বন্দরের মাধ্যমে হরপ্পা-সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলত ?


উত্তর:- লোথাল বন্দরের মাধ্যমে হরপ্পা-সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলত ।


 


প্রশ্ন:- হরপ্পা-সভ্যতার লিপির নাম কি ?


উত্তর:- হরপ্পা-সভ্যতার লিপির নাম সিন্ধুলিপি ।


 


প্রশ্ন:- হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক ?


উত্তর:- হরপ্পা সভ্যতা মেসোপটেমিয়া এবং সুমেরীয় সভ্যতার সমসাময়িক ।


 


প্রশ্ন:- হরপ্পা কোথায় অবস্থিত ?


উত্তর:- হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মন্টগোমারি জেলায় অবস্থিত  ।


 


প্রশ্ন:-  প্রাচীন ভারতে কারা আর্য নামে পরিচিত ?


উত্তর:- আর্যরা ছিল ভারতের বহিরগত দীর্ঘকায় গৌরবর্ণ ও সুদর্শন এক জাতি-- যাদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া অথবা রাশিয়ার দক্ষিণাঞ্চল কিংবা ইউরোপ মহাদেশের অস্ট্রিয়া , হাঙ্গেরী অথবা চেকোস্লোভাকিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ।


 


প্রশ্ন:- আর্যরা প্রথম কবে ভারতে আসে ?


উত্তর:- আনুমানিক ১,৫০০ খ্রিস্টপূর্বাব্দে আর্যরা প্রথম ভারতে আসে।


 


প্রশ্ন:- আর্যরা প্রথম ভারতে কোথায় বসতি স্থাপন করে ?


 

উত্তর:- উত্তর ভারতের সিন্ধু নদের পাঁচটি উপনদী, সরস্বতী এবং উচ্চ গাঙ্গেয় উপত্যকায় সপ্তসিন্ধু অঞ্চলে আর্যরা প্রথম ভারতে বসতি স্থাপন করে ।


 


প্রশ্ন:- আর্যদের স্বর্ণমুদ্রার নাম কী ?


উত্তর:- আর্যদের স্বর্ণমুদ্রার নাম হল নিষ্ক ।


 


প্রশ্ন:- আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?


উত্তর:- আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ ।


 


প্রশ্ন:- ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি ?


উত্তর:- ভারতের প্রাচীনতম সাহিত্য হল বেদ ।


 


প্রশ্ন:- বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতার প্রথম অবদানটির নাম লেখো ?


উত্তর:- বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতার প্রথম অবদান হল উন্নত নগর পরিকল্পনা ।


 


প্রশ্ন:- কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃত ছিল ?


উত্তর:- মেহেরগড় সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃত ছিল।


 


প্রশ্ন:-  মহেঞ্জোদরো কোথায় অবস্থিত ?


উত্তর:- বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় , সিন্ধু নদের পশ্চিম তীরে মহেঞ্জোদরো অবস্থিত ।


 


প্রশ্ন:- মহেন-জো-দরো শব্দের অর্থ কী ?


উত্তর:- মহেন-জো-দরো শব্দের অর্থ হল মৃতের স্তূপ ।


 


প্রশ্ন:- প্রাচীন ভারতের দুটি নগরের নাম লেখো ?


উত্তর:- প্রাচীন ভারতের দুটি নগরের নাম হরপ্পা ও লোথাল ।


 


প্রশ্ন:- বেদের অপর নাম কী ?


উত্তর:- বেদের অপর নাম শ্রুতি ।


 


প্রশ্ন:- বৈদিকযুগের প্রাচীনতম গ্রন্থ কোনটি ?


উত্তর:- বৈদিকযুগের প্রাচীনতম গ্রন্থ নাম ঋকবেদ ।


 


প্রশ্ন:- ঋকবৈদিক যুগের প্রধান দেবতার নাম কী ?


উত্তর:- ঋকবৈদিক যুগের প্রধান দেবতার নাম অগ্নি ।


 


প্রশ্ন:-  বেদের শেষ ভাগের নাম কী ?


উত্তর:- বেদের শেষ ভাগের নাম  অথর্ব ।


 


প্রশ্ন:-  বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ?


উত্তর:- উপনিষদ কে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয় ।


 


প্রশ্ন:-  বেদ কবে রচিত হয় ?


উত্তর:- খ্রিষ্টপূর্ব ১,৫০০ - ১০০০ অব্দের মধ্যে বেদ রচনা করা হয় বলে অনুমান করা হয়ে থাকে ।


 


প্রশ্ন:- বেদের কয়টি ভাগ আছে ও কী কী  ?


উত্তর:- বেদের চারটি ভাগ আছে - যথা ঋক,সাম,যজু, ও অথর্ব ।


 


প্রশ্ন:- প্রত্যেক বেদের কয়টি অংশ ও কী কী ?


উত্তর:- প্রত্যেক বেদের চারটি অংশ , যথা: সংহিতা , ব্রাহ্মণ, আরন্যক এবং উপনিষদ বা বেদান্ত ।


 


প্রশ্ন:-  কী ভাবে বেদ কথাটির উৎপত্তি হয় ?


উত্তর:- বিদ শব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি হয় , বিদ শব্দের অর্থ হল জ্ঞান ।


 


প্রশ্ন:-  গৃহপতি বা কুলপা কাকে বলা হত ?


উত্তর:- বৈদিক যুগের কোনো পরিবারের কর্তাকে গৃহপতি বা কুলপা বলা হত ।


 


প্রশ্ন:-  বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম করো ?


 

উত্তর:- বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম হল অন্ডালা, ঘোষ, মমতা, লোপামুদ্রা প্রভৃতি ।


 


প্রশ্ন:- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কী ?


উত্তর:- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম ব্রহ্মচর্য ।


 


প্রশ্ন:- আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম কী ?


উত্তর:- আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম সন্ন্যাসাশ্রম ।


 


প্রশ্ন:- বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম কী ?


উত্তর:- বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম 'নিষ্ক' ও 'মনা' ।


 


প্রশ্ন:-  ঋকবৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও অপর কয়েকটি বৃত্তিজীবি মানুষের নাম করো ?


উত্তর:- ঋকবৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও অপর কয়েকটি বৃত্তিজীবি মানুষের নাম হল সূত্রধর,চর্মকার,ছুতোর,তাঁতি,কুমোর,প্রভৃতি ।


 


প্রশ্ন:- বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল ?


উত্তর:- বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম ছিল গোরু ।


 


প্রশ্ন:-  আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম কী ছিল ?


উত্তর:- আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম ছিল গোরু ।


 


প্রশ্ন:- বৈদিক সভ্যতা কী ?


উত্তর:- বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে ওঠেছে তাই বৈদিক সভ্যতা ।


 


প্রশ্ন:- বৈদিক সভ্যতার স্রষ্টা কারা  ?


উত্তর:- বৈদিক সভ্যতার স্রষ্টা হল আর্যরা ।


 


প্রশ্ন:- ঋকবেদে বলি শব্দটি কী অর্থে ব্যবহৃত হত ?


উত্তর:- ঋকবেদে বলি শব্দটি কর নেওয়া অর্থে ব্যবহৃত হত ।


 


প্রশ্ন:- উপনিষদ কী ?


উত্তর:- উপনিষদ হল বেদের একটি অন্যতম দার্শনিক বিভাগ ।


 


প্রশ্ন:-   চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম করো ?


উত্তর:- চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম বেদাঙ্গ ।


 


প্রশ্ন:- বৈদিক যুগের দুটি জনসভার নাম করো যারা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত ?


উত্তর:- সভা ও সমিতি -নামে দুটি জনসভা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত ।


 


প্রশ্ন:- বৈদিক আর্যদের প্রধান ভাষা কী ছিল ?


উত্তর:- বৈদিক আর্যদের প্রধান ভাষা ছিল সংস্কৃত ।


 


প্রশ্ন:- দশরাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে ?


উত্তর:-দশরাজার যুদ্ধ কাহিনী ঋকবেদে লিপিবদ্ধ আছে।


 


প্রশ্ন:- বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা কারা ছিলেন  ?


উত্তর:- বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা ছিলেন পৃথিবী, মরুৎ, রুদ্র, অগ্নি, উষা, ইন্দ্র, সূর্য প্রভৃতি ।


 


প্রশ্ন:- পরবর্তী বৈদিকযুগের দু-জন বিদুষী নারীর নাম করো ?


উত্তর:- পরবর্তী বৈদিকযুগের দু-জন বিদুষী নারীর নাম হল মৈত্রেয়ী ও গার্গী ।


 


প্রশ্ন:- পরবর্তী বৈদিকযুগে উদ্ভুত দুটি নগরের নাম করো ?


উত্তর:- পরবর্তী বৈদিকযুগে উদ্ভুত দুটি নগরের নাম হস্তিনাপুর ও কৌশাম্বী ।


 


প্রশ্ন:- প্রাচীন ভারতের  কোন যুগে প্রথম গিল্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে ?


 

উত্তর:- প্রাচীন ভারতের পরবর্তী বৈদিক যুগে প্রথম গিল্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে ।


 


প্রশ্ন:- বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণীকে কী বলা হত ?


উত্তর:- বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণীকে শ্রেষ্ঠী বা সেটঠি বলা হত ।


 


প্রশ্ন:- গৃহপতি বলতে কী বোঝো  ?


উত্তর:- বৈদিক পরবর্তী যুগে গ্রামাঞ্চলে গৃহপতি নামে একটি অত্যন্ত বিত্তশালী কৃষক সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল এবং এরা সাধারণত বৈশ্য শ্রেণীভুক্ত ছিল ।


 


প্রশ্ন:- শ্রেষ্ঠী বা সেটঠি বলতে কী বোঝো  ?


উত্তর:- বৈদিক পরবর্তী যুগে বৈশ্য সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত বিত্তশালী বণিক শ্রেণীর উৎপত্তি হয়ে এবং এরা শ্রেষ্ঠী বা সেটঠি নামে পরিচিত ।


 


প্রশ্ন:-  কার রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ?


উত্তর:- কালাশোকের রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ।


 


প্রশ্ন:- কার রাজত্বকালে তৃতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ?


উত্তর:- অশোকের রাজত্বকালে তৃতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ।


 


প্রশ্ন:- বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?


উত্তর:- বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক ( বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধর্ম পিটক ) ।


 


প্রশ্ন:-  বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা ?


উত্তর:- বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা ।


 


প্রশ্ন:- জাতক কী ?


উত্তর:- বৌদ্ধ সাহিত্যের একটি বিশিষ্ট গ্রন্থ , এতে গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী লিপিবদ্ধ রয়েছে ।


 


প্রশ্ন:-  অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কী ?


উত্তর:- অষ্টাঙ্গিক মার্গের অপর নাম মঝঝিম বা মধ্যপন্থা ।


 


প্রশ্ন:- হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার প্রধান পার্থক্য কী ?


উত্তর:- হরপ্পা সভ্যতা প্রধানত নগরকেন্দ্রিক ও বৈদিক সভ্যতা প্রধানত গ্রামকেন্দ্রিক ।


 


প্রশ্ন:- প্রথম বৌদ্ধমহাসভা কোথায় আহুত হয় ?


উত্তর:- অজাতশত্রুর রাজত্বকালে রাজগৃহে প্রথম বৌদ্ধমহাসভা আহুত হয় ।


 


প্রশ্ন:- দ্বিতীয় বৌদ্ধমহাসভা কোথায় আহুত হয়      ?


উত্তর:- কালাশোকের রাজত্বকালে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ।


 


প্রশ্ন:- তৃতীয় বৌদ্ধমহাসভা কোথায় আহুত হয়      ?


উত্তর:- অশোকের রাজত্বকালে পাটালিপুত্রে তৃতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ।


 


প্রশ্ন:-  কার রাজত্বকালে প্রথম বৌদ্ধমহাসভা আহুত হয় ?


উত্তর:- অজাতশত্রুর রাজত্বকালে প্রথম বৌদ্ধমহাসভা আহুত হয় ।


 


প্রশ্ন:-  বৌদ্ধধর্মে জাগতিক কামনা-বাসনার অবসানের জন্য কোন পথের সন্ধান দেওয়া হয়েছে ?


উত্তর:- বৌদ্ধধর্মে জাগতিক কামনা-বাসনার অবসানের জন্য অষ্টাঙ্গিক মার্গের কথা বলা  হয়েছে ।


 


প্রশ্ন:- কৈবল্যের অর্থ কী ?


উত্তর:- কৈবল্যের অর্থ হল পরম বা বিশুদ্ধ জ্ঞান, যা লাভ করলে সুখ-দুঃখ ও পঞ্চরিপুকে জয় করা যায় ।


 


প্রশ্ন:- আর্যসত্য সম্বন্ধে কে বলেছিলেন ?


উত্তর:- বুদ্ধদেব আর্যসত্য সম্বন্ধে বলেছিলেন ।


 


প্রশ্ন:- জৈন ধর্মের মূলনীতি কী ?


উত্তর:- জৈন ধর্মের মূলনীতি হল অহিংসা ।


 


প্রশ্ন:- প্রথম জৈন গ্রন্থের নাম কী ?


উত্তর:- প্রথম জৈন গ্রন্থের নাম কল্পসূত্র ।


 


প্রশ্ন:- জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?


উত্তর:- জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ ।


 


প্রশ্ন:- প্রথম জৈন গ্রন্থ কল্পসূত্র কে রচনা করেন  ?


 

উত্তর:- প্রথম জৈন গ্রন্থ কল্পসূত্র রচনা করেন জৈন শ্রমন ভদ্রবাহু ।


 


প্রশ্ন:- তীর্থঙ্কর শব্দের অর্থ কী ?


উত্তর:- জৈনদের প্রধান ধর্মগুরুর নাম তীর্থঙ্কর ।


 


প্রশ্ন:- পার্শ্বনাথ কে ছিলেন ?


উত্তর:- পার্শ্বনাথ ছিলেন জৈনদের তেইশতম তীর্থঙ্কর ।


 


প্রশ্ন:- সর্বপ্রথম তীর্থঙ্করের নাম কী ?


উত্তর:- সর্বপ্রথম তীর্থঙ্করের নাম ঋষভদেব বা আদিনাথ ।


 


প্রশ্ন:- জৈনদের শেষ তীর্থঙ্করের নাম কী ?


উত্তর:- জৈনদের শেষ তীর্থঙ্করের নাম মহাবীর ( চব্বিশতম তীর্থঙ্কর ) ।


 


প্রশ্ন:-  জৈন ধর্মের উৎপত্তির সময় কাল থেকে মহাবীর পর্যন্ত কতজন তীর্থঙ্কর ছিলেন ?


উত্তর:- জৈন ধর্মের উৎপত্তির সময় কাল থেকে মহাবীর পর্যন্ত সর্বমোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন ।


 


প্রশ্ন:- পার্শ্বনাথ প্রচারিত চতুর্যামের সাথে মহাবীর কোন নতুন আদর্শ যোগ করেন ?


উত্তর:- পার্শ্বনাথ প্রচারিত চতুর্যামের সাথে মহাবীর অন্যতম আদর্শ হিসাবে সূচিতা বা ব্রহ্মচর্য আদর্শ যোগ করেন ।


 


প্রশ্ন:- জৈনদের দুটি প্রধান সম্প্রদায়ের নাম কী ?


উত্তর:- জৈনদের দুটি প্রধান সম্প্রদায়ের নাম শ্বেতাম্বর ও দিগম্বর ।


 


প্রশ্ন:- নিগম কথার অর্থ কী ?


উত্তর:- নিগম কথার অর্থ বণিকসংঘ ।

[17/08, 10:26 AM] +91 83483 26502: ®ইতিহাসঃ     ছোটো প্রশ্ন ও উত্তর®


প্রশ্ন:- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উত্তর:- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং ।

প্রশ্ন:- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?

উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন ।

প্রশ্ন:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।

প্রশ্ন:- ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেনচক্রবর্তী রাজাগোপাল আচারী ।

প্রশ্ন:- কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?

উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ।

প্রশ্ন:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর ।

প্রশ্ন:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?

উত্তর:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিলডঃ বি.আর.আম্বেদকর -এর ।

প্রশ্ন:- ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?

উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেনরবীন্দ্রনাথ ঠাকুর ।

প্রশ্ন:- স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?

উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় । ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয় ।

প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন ।

প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ ।

প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু ।

প্রশ্ন:- কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?

উত্তর:- ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ।

প্রশ্ন:- রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?

উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন ।

প্রশ্ন:- লর্ড মাউন্টব্যাটেনের পর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?

উত্তর:- লর্ড মাউন্টব্যাটেনের পর চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ।

প্রশ্ন:- ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে ?

উত্তর:- ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে ২৮টি অঙ্গরাজ্য আছে ।

প্রশ্ন:- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?

উত্তর:- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল নিযুক্ত করেনরাষ্ট্রপতি ।

প্রশ্ন:- ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ?

উত্তর:- ভারতের রাষ্ট্রপতি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন ।

প্রশ্ন:- ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?

উত্তর:- ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নামসুপ্রিমকোর্ট ।

প্রশ্ন:- সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি কার দ্বারা নির্বাচিত হন ?

উত্তর:- সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন ।

প্রশ্ন:- ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক কে ?

উত্তর:- ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক হলেন ভারতের রাষ্ট্রপতি ।

প্রশ্ন:- কোন বিশেষ ধরণের বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না ?

উত্তর:- অর্থ বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না ।

প্রশ্ন:- ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন ?

উত্তর:- ভারতীয় সংসদের উভয় কক্ষের যুক্ত অধিবেশনে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন ।

প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হলডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ ।

প্রশ্ন:- ভারতের কেন্দ্রীয় সরকারে ক'ধরণের মন্ত্রী দেখা যায় ?

উত্তর:- ভারতের কেন্দ্রীয় সরকারে তিন ধরণের মন্ত্রী দেখা যায়—(১) ক্যাবিনেট মন্ত্রী (২) রাষ্ট্রমন্ত্রী (৩) উপমন্ত্রী ।

প্রশ্ন:- ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী ?

উত্তর:- ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম হলরাজ্যসভা ।

প্রশ্ন:- ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম ?

উত্তর:- ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম হললোকসভা ।

প্রশ্ন:- ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন ?

উত্তর:- ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স ৩০ বছর হওয়া প্রয়োজন ।

প্রশ্ন:- রাজ্যসভার চেয়ারম্যান কাকে কারা হয় ?

উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতিকে রাজ্যসভার চেয়ারম্যান কারা হয় ।

প্রশ্ন:- রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

উত্তর:- রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেনভারতের উপরাষ্ট্রপতি ।

প্রশ্ন:- ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ?

উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে ভারতীয় সংসদের উচ্চকক্ষে সভাপতিত্ব করেন ।

প্রশ্ন:- কোন বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, রাজ্যসভায় আনা যায় না ?

উত্তর:- অর্থ বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, রাজ্যসভায় আনা যায় না ।

প্রশ্ন:- ভারতীয় সংবিধানে লোকসভার মেয়াদ সাধারণত কত বছর ?

উত্তর:- ভারতীয় সংবিধানে লোকসভার মেয়াদ সাধারণত ৫ বছর ।

প্রশ্ন:- রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নির্বাচিত করেন ?

উত্তর:- রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নির্বাচিত করেন রাজ্যপাল ।

প্রশ্ন:- ভারতের সাম্প্রতিক দলীয় ব্যবস্থার যে কোন একটি গুরুত্বপূর্ণ প্রবণতা উল্লেখ করুন ?

উত্তর:- ভারতের সাম্প্রতিক দলীয় ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রবণতা হল জোট রাজনীতি ।

প্রশ্ন:- লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স কত ?

উত্তর:- লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স ২৫ বছর ।

প্রশ্ন:- কারা লোকসভার স্পিকার নির্বাচন করেন ?

উত্তর:- লোকসভার নির্বাচিত সদস্যরা লোকসভার স্পিকার নির্বাচন করেন ।

প্রশ্ন:- লোকসভায় সভাপতিত্ব কে করেন ?

উত্তর:- লোকসভার স্পিকার লোকসভায় সভাপতিত্ব করেন ।

প্রশ্ন:- রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারী কে ?

উত্তর:- রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারী হলরাজ্যপাল ।

প্রশ্ন:- কখন রাজ্যপাল স্বাধীনভাবে রাজ্যের শাসনকার্য চালাতে পারে ?

উত্তর:- রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হলেরাজ্যপাল স্বাধীনভাবে রাজ্যের শাসনকার্য চালাতে পারে ।

প্রশ্ন:- রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসক কে ?

উত্তর:- রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসক হলমুখ্যমন্ত্রী ।

প্রশ্ন:- বিধানসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হন ?

উত্তর:- রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারাবিধানসভার স্পিকার নির্বাচিত হন ।

প্রশ্ন:- কোন পরিস্থিতিতে রাজ্য মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় ?

উত্তর:- রাজ্য বিধানসভায় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে পাশ হলে রাজ্য মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় ।

প্রশ্ন:- কোনো বিল আইনে পরিণত করতে হলে কার সম্মতির প্রয়োজন ?

উত্তর:- কোনো বিল আইনে পরিণত করতে হলেরাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন ।

প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয় ?

উত্তর:- ১৯৫২ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ।

প্রশ্ন:- কবে এবং কোন দল ভারতের প্রথম সাধারণ নির্বাচনে জয়লাভ করে ?

উত্তর:- ১৯৫২ খ্রিস্টাব্দে প্রথম সাধারণ নির্বাচনেভারতের জাতীয় কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে ।

প্রশ্ন:- স্বাধীন ভারতবর্ষের প্রথম কংগ্রেস সভাপতি কে ছিলেন ?

উত্তর:- স্বাধীন ভারতবর্ষের প্রথম কংগ্রেস সভাপতি ছিলেন আচার্য জে. বি. কৃপালিনী ।

প্রশ্ন:- কবে এবং কোন রাজ্যে ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় ?

উত্তর:- ১৯৫৭ খ্রিস্টাব্দে কেরল রাজ্যে ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় ।

প্রশ্ন:- কে এবং কবে জনসংঘ দল প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- ১৯৫১ খ্রিস্টাব্দের ২১শে ফেব্রুয়ারী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘ দলের প্রতিষ্ঠা করেন ।

প্রশ্ন:- ভারতের কমিউনিস্ট পার্টি ভেঙ্গে গিয়ে কবে এবং কোন কোন দুটি দলে বিভক্ত হয়ে যায় ?

উত্তর:- ১৯৬৪ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি ভেঙ্গে গিয়ে সি.পি.আই এবং সি.পি.আই.এম এই দুটি দলে বিভক্ত হয়ে যায় ।

প্রশ্ন:- জওহরলাল নেহরুর মৃত্যু কবে হয় ?

উত্তর:- ১৯৬৪ খ্রিস্টাব্দের মে মাসে জওহরলাল নেহরুর মৃত্যু হয় ।

প্রশ্ন:- জওহরলাল নেহরুর মৃত্যুর পর কে ভারতের প্রধানমন্ত্রী হন ?

উত্তর:- জওহরলাল নেহরুর মৃত্যুর পর লালবাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হন ।

প্রশ্ন:- পশ্চিমবাংলার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রীর নাম কী ?

উত্তর:- পশ্চিমবাংলার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রীর নাম হল - প্রফুল্ল চন্দ্র ঘোষ ।

প্রশ্ন:- কোন দলের এবং কে পশ্চিমবঙ্গের প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন ?

উত্তর:- বাংলা কংগ্রেসের অজয় মুখোপাধ্যায়পশ্চিমবঙ্গের প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন ।

প্রশ্ন:- কোন খ্রিস্টাব্দে কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়ে যায় ?

উত্তর:- ১৯৬৯ খ্রিস্টাব্দে কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়ে যায় ।

প্রশ্ন:- কবে সারা ভারতে জরুরি অবস্থা ঘোষিত হয় ?

উত্তর:- ১৯৭৫ খ্রিস্টাব্দের ২৫শে জুন সারা ভারতে জরুরি অবস্থা ঘোষিত হয় ।

প্রশ্ন:- অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে কবে থেকে কবে পর্যন্ত কোন সরকার ক্ষমতাসীন ছিল ?

উত্তর:- ১৯৯৮ খ্রিস্টাব্দ থেকে ২০০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় গণতান্ত্রিক মোর্চা সরকার অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে সরকার ক্ষমতাসীন ছিল ।

প্রশ্ন:- ২০০৪ খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনে কোন সরকার ক্ষমতায় আসে ? এই সরকারের প্রধানমন্ত্রীর নাম কী ?

উত্তর:- ২০০৪ খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনে সংযুক্ত প্রগতিশীল মোর্চা (UPA) সরকার বামপন্থী দলগুলির সমর্থনে ক্ষমতায় আসে । এই সরকারের প্রধানমন্ত্রীর ছিলেন - মনমোহন সিং ।

[17/08, 10:28 AM] +91 83483 26502: ® তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়– জেমু হিমবাহ।


® ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভুমি– ব্যবচ্ছিন্ন।


® কোন মেঘে বৃষ্টি হয়– নিম্বাস।


® পশ্চিমবঙ্গের কোন জেলায়  মহাকুমা নেই– কলকাতা।


® কোন বায়ু কে বাণিজ্য বায়ু বলা হয়– অয়ন বায়ু।


® শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়– স্ট্র্যাটোকিউমুলাস।


®  টাইফুন কোথায় দেখা যায়– চিন ও জাপান উপকুলে।


® হ্যারিকেন কোথায় দেখা যায়– পশ্চিম ভারতে।


® সিডার ঝড় কোথায় দেখা যায়– ভারত ও বাংলাদেশ।


® টর্নেডো সবচেয়ে বেশি কোথায় হয়– মার্কিন যুক্তরাষ্ট্রে।


®. ভারতে বৃহত্তম উপহ্রদ কোনটি– চিল্কা


® লোকটাক হ্রদ ভারতের কোথায় অবস্থিত– মনিপুরে।


২০. সম্বর হ্রদ ভারতের কোথায় অবস্থিত– রাজস্থান।


২১. ডালও উলার হ্রদ ভারতে কোথায় অবস্থিত– জম্বু ও কাশ্মীর।


২২. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত– তামিলনাডু।


২৪. পূর্ব রেল পথের সদর কোথায়– কলকাতা।


২৫. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়– পাললিক শিলায়।


২৬. রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে কী বলে– ধ্রিয়ান।


২৭. ভারতে স্থলভাগের দক্ষিনতম প্রান্তের নাম– ইন্দিরা পয়েন্ট।


২৮. ভারতে কোন রাজ্য চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে– এিপুরা।


২৯. কোন নদীর গতিপথে হুড্রু জলে্রপাত সৃষ্টি হয়েছে– সুবর্ণরেখা।


৩০.ভারতে একমাত্র কোন অরন্যে সিংহ দেখা যায়– রাজস্থানের গির অরণ্যে।


৩১. নাকো হ্রদ কোন রাজ্য অবস্থিত– হিমাচল প্রদেশ।


৩২. কঞ্চনজঙ্ঘা জলপ্রপাত কোন রাজ্যে আছে– সিকিম।


৩৩. কালিকটের পরিবর্তিত নাম– কোঝিকোড়।


৩৪. দক্ষিণাত্যর লাভা মালভূমি অঞ্চল কী নামে পরিচিত– ডেকানট্র্যাপ।


৩৫. গাড়ো পাহাড়ের সবোচ্চ শৃঙ্গের নাম– নকরেক।


৩৬. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ — মহেন্দ্রগিরি।


৩৭. লে শহর থেকে সরাসরি চিনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে– সাসার।


৩৮. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি– কলসুবাই।


৪২. ভারতের প্রাচীনতম পর্বতের নাম– আরাবল্লী।


৪৩. ভারতের বৃহত্তম লৌহ- ইস্পাত কেন্দ্র– ছত্তিশগড়ের ভিলাই।


৪৪. কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম– গুজরাট।


৪৫. ভারতের দীর্ঘতম বাঁধের নাম– হিরাকুঁদ।


৪৬. বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ– মাজুলি দ্বীপ।


৪৭. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ– সান্দাকফু।


৪৮. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম– ময়ুরাক্ষী।


৪৯.ভারতের সর্ববৃহৎ তৈল শোধানাগার– জামনগর।


৫০.ক্ষুদ্রতম কেন্দ্রশাষিত অঞ্চল– লাক্ষাদ্বীপ।


৫১. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত–যোগ।


৫২. ভারতের প্রথম সূর্যোদয় হয়– অরুণাচল প্রদেশ।


৫৩. লাক্ষ্মদ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ — মিনিকয়।


৫৪. ভারতে সবচেয়ে উঁচুতে অবস্থিত সড়ক পথ — খারদুংলা সড়ক।


৫৫. ভারতের গভীরতম  বন্দর — বিশাখাপত্তনম।


৫৬. বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম– টর্নেডো।


৫৭.নাসিকের কুম্ভমেলা কোন নদীর তীরে হয়– গোদাবরী।


৫৮. মানচিত্রে অস্তিত্ব নেই এমন একটি দেশের নাম– বেলেডোনিয়া।


৫৯.ভারতে সবচেয়ে বড় প্রবাল দ্বীপ– লাক্ষাদ্বীপ।


৬৩. মাদুমালাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত– তামিলনাডু।


৬৪. প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ — মাদাগাস্কার।


৬৫. নাথিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত– সিকিম।


৬৬.অাঙ্কোরভাট মন্দির কোন দেশে অবস্থিত– কম্বোডিয়া।


৬৭. মধুবনী শিল্প কোন রাজ্যে– বিহার।


৬৮.কোন নদীতে গ্র্যান্ড ক্যানিয়ান গিরিখাত সৃষ্টি হয়েছে– কলোরাডো।


৬৯.পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি– গ্রেট ব্যারিয়ার রিফ।


৭০. বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য কোথায়– আমাজন অববাহিকায়।


® গোবি মরু ভুমিটি অবস্থিত– মঙ্গোলিয়ায়।


® পৃথিবী যে ছায়াপথে অবস্থিত তার নাম কী– আকাশগঙ্গা।


® বিশ্বের সবচেয়ে দুষিত শহর– মেস্কিকো।


®. ভূমিকম্প হেতু বিশাল সামুদ্রিক ঢেউকে বলে– সুনামি।



® ভূমিকম্পের দেশ বলে– জাপানকে।


®. পৃথিবীর সর্বাধিক জলবিদুৎ

 উৎপাদন করে– আমেরিকা যুক্তরাষ্ট্র।


® বিশ্বের সবচেয়ে বজ্রপাত হয়– হাওয়াই দ্বীপ

Post a Comment

Previous Post Next Post

Contact Form