Question Answer Set -2 for Rail NTPC/Group D/WBCS/WBPSC

 

Question Answer Set -2 for Rail NTPC/Group D/WBCS/WBPSC




Hello Friends, 
                  
                         GK প্রতিটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ , তাই ঠিকমত প্রাকটিস না করলে মনে রাখা খুব কঠিন | তাই আমরা নিয়ে এসেছি প্রশ্ন এবং উত্তরের সেট যেগুলো প্রাকটিস করলে পরীক্ষায় এখান থেকে ভালো মতো নম্বর তোমরা তুলতে পারবে | নিচের প্রশ্ন গুলো রাজ্য কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষায় কোনো না কোনো সময় এসেছে তাই এমন ধরনের প্রশ্ন গুলো একটু বেশি করে প্রাকটিস করা যায় তবে আশা করা যায় কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কমন পাওয়া যাবে |
                                  
                             কারণ আমরা দেখেছি প্রতিটা পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন বিগত বছর থেকে দেওয়া হয় যেগুলো আগের কোনো না কোনো পরীক্ষায় এসেছে | আমাদের প্রশ্ন উত্তরের এই সেট গুলো এমনই সব প্রশ্ন উত্তরের সম্ভার | তাই আর দেরী কেন নিচের প্রশ্ন গুলো দেখে খাতায় লিখে নাও তার পর নিচে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে দেখো কত গুলো ঠিক হলো আর কত কত গুলো ভুল | আর অবশ্যই কমেন্ট করে জানিও 40 টা প্রশ্নের মধ্যে কত গুলো ঠিক করলে আর কত গুলো ভুল |







1. প্রথম কোন ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পান ?

[a] জাকির হোসেন

[b] জি শঙ্কর কুরুপ

[c] নাগেন্দ্রা সিং

[d] অরুন্ধতী রায়


2. লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন ?

[a] রাজেন্দ্র প্রসাদ

[b] সর্বপল্লী রাধাকৃষ্ণনান

[c] সাচ্চিন্দা সিনহা

[d] জি ভি মালভঙ্কর


3. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

[a] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

[b] লর্ড ওয়েলেসলি

[c] লর্ড ক্যানিং

[d] লর্ড ক্লাইভ


4. প্রথম কোন ব্রিটিশ ভারতে আসেন ?

[a] ওয়েভেল

[b] হেস্টিংস

[c] চার্লস 

[d] হকিন্স


5. ভারতের জাতীয় কংগ্রেসে প্রথম মহিলা সভাপতি কে হন ?

[a] ভগিনী নিবেদিতা

[b] সরোজিনী নাইডু

[c] আ্যানি বেসন্ত

[d] কেউ নন


6. কোন রাজ্যে বনভূমির আয়তন সব থেকে বেশি ?

[a] উত্তরপ্রদেশ

[b] পশ্চিমবঙ্গ

[c] উত্তরাখন্ড

[d] মধ্যপ্রদেশ


7. ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP) এর সদর দপ্তর কোথায় ?

[a] জেনেভা

[b] নিউইয়র্ক

[c] ব্রুসেলস

[d] রোম


8. শহীদ দিবস কবে পালন করা হয় ?

[a] 30 জানুয়ারি

[b] 31 জানুয়ারি

[c] 28 জানুয়ারি

[d] 26 জানুয়ারি


9. কেওলাঁদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

[a] মধ্যপ্রদেশ

[b] উত্তরপ্রদেশ

[c] বিহার

[d] রাজস্থান


10. হায়দ্রাবাদ এর 'চার মিনার' কে নির্মাণ করেছিলেন ?

[a] শাহজাহান

[b] ঔরঙ্গজেব

[c] কুলি কুতুব শাহ

[d] নুরজাহান


11. জামা মসজিদ কার আমলে তৈরি ?

[a] শাহজাহান

[b] পারভেজ শাহ

[c] জয়নুল আবেদিন

[d] নুরজাহান


12. কেন্দ্রীয় জ্বালানি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

[a] দিল্লি

[b] চেন্নাই

[c] কটক

[d] ধানবাদ


13. পুলিতজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

[a] বিজ্ঞান

[b] সাহিত্য

[c] জার্নালিজম

[d] মিউজিক


14. নিম্নের মধ্যে কে প্রথম ভারত রত্ন পান ?

[a] রাজাগোপালাচারী

[b] সর্বপল্লী রাধাকৃষ্ণান

[c] সি ভি রমন

[d] এদের সবাই 


15. 2019 ক্রিকেট বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে কাকে পুরস্কৃত করা হলো ?

[a] রোহিত শর্মা

[b] কেন উইলিয়ামসন

[c] ডেভিড ওয়ার্নার

[d] শাকিব আল হাসান


16. 'The Brief History of Time' কার লেখা ?

[a] স্টিফেন হকিং

[b] বিক্রম ঘোষ

[c] অমিতাভ ঘোষ

[d] উইলিয়াম গোল্ডিনস


17. 2022 ফিফা ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ?

[a] কাতার

[b] ব্রাজিল

[c] রাশিয়া

[d] জাপান


18. 'পুটিং' কথাটি কোন খেলার সাথে যুক্ত ?

[a] বিলিয়ার্ড

[b] বেসবল

[c] ক্রিকেট

[d] গলফ


19. জনসংখ্যা নিয়ে পড়াশোনা কে কি বলে ?

[a] সাইটোলজি

[b] ডেমোগ্রাফি

[c] ডার্মাটোলজি

[d] ইউজেনিক্স


20. একটি উদ্ভিদ কোশের সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা কি বলে ? 

[a] টোটিপটেন্সি

[b] প্লুরিওপটেন্সি

[c] মিউটেশন

[d] ভ্যারিয়েশন


21. যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান,কিন্তু ভরসংখ্যা আলাদা তাদের বলে

[a] আইসোটোপ

[b] আইসোবার

[c] আইসোটোন

[d] আইসোইলেকট্রন


22. ক্যাথোড রশ্মি নিম্নের কোনটির প্রবাহ ?

[a] আলফা কণার

[b] ইলেকট্রনের

[c] তড়িৎচুম্বকীয়

[d] বিকিরণ


23. কোন ধাতুর মিশ্রণ এরোপ্লেন তৈরিতে ব্যবহার করা হয় ?

[a] টিন

[b] সিলভার

[c] এলুমিনিয়াম

[d] জিঙ্ক


24. নিম্নের কোনটি অধাতু কিন্তু কঠিন অবস্থায় পাওয়া যায় ?

[a] আয়োডিন

[b] পারদ

[c] বোরন

[d] হাইড্রোজেন


25. নিম্নের কোন অধাতুকে সাধারন উষ্ণতায় তরল অবস্থায় পাওয়া যায় ?

[a] কার্বন

[b] ব্রোমিন

[c] আর্গন

[d] ক্লোরিন


26. গাড়ি থেকে নির্গত ধোঁয়াতে কি পদার্থ থাকে যার ফলে মানসিক রোগ হয় ?

[a] সীসা

[b] নাইট্রোজেন ডাই অক্সাইড

[c] সালফার ডাই অক্সাইড

[d] পারদ


27. নিম্নের কোনটির তড়িৎবিশ্লেষনে অ্যানোড-এ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ?

[a] সোডিয়াম হাইড্রাইড

[b] সোডিয়াম ক্লোরাইড

[c] জল

[d] কপার সালফেট


28. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম ধাপ কোনটি ?

[a] জলের ভাঙন

[b] এটিপি সংশ্লেষ

[c] ক্লোরোফিল এর সক্রিয়করন

[d] কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া


29. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জলের ভেঙে যাওয়াকে কি বলা হয় ?

[a] হাইড্রোলাইসিস

[b] ইলেক্ট্রলাইসিস

[c] আয়োনাইজেশন

[d] ফটোলাইসিস


30. মানুষের লালরসে কোন ধরনের উৎসেচক থাকে ?

[a] এমাইলেজ

[b] লাইপেজ

[c] ট্রিপসিন

[d] পেপসিন


31. মানুষের শরীরে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তে রূপান্তর ঘটে কোন অঙ্গে ?

[a] যকৃৎ

[b] কিডনি

[c] পাকস্থলী

[d] অন্ত্রে


32. পাখিদের শরীরে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ গুলি কি রূপে রেচিত হয় ?

[a] কার্বন মনোঅক্সাইড

[b] ইউরিয়া

[c] ইউরিক এসিড

[d] অ্যামোনিয়া


33. কোন যন্ত্রের সাহায্যে শরীরের রক্তচাপ পরিমাপ করা যায় ?

[a] স্টেথোসকোপ

[b] কার্ডিওগ্রাফ

[c] স্ফীগমোম্যানোমিটার

[d] কোনটি নয়


34. ম্যাগনিফাইং কাঁচে কোন ধরনের লেন্স ব্যবহার হয় ?

[a] উত্তল

[b] অবতল

[c] সমতল

[d] অবতলোত্তল


35. একটি তারের দৈঘ্য বাড়ালে পরিবাহির রোধ এর কি পরিবর্তন হবে ?

[a] কমবে

[b] বাড়বে

[c] প্রথম কমে পরে বাড়বে

[d] একই থাকবে


36. ক্যানসার টিউমার নিয়ে পড়াশোনা কে কি বলে ?

[a] মাইকোলজি

[b] অর্নিথলজি

[c] ওডোন্টলজি

[d] অঙ্কলজি


37. কোশের সেন্ট্রজোম কে আবিষ্কার করেন ?

[a] বোভেরি

[b] দে ডিউভ

[c] ক্যামিলো গলগি

[d] আলটম্যান


38. আমের কোন অংশটি খাওয়ার যোগ্য ?

[a] পেরিকার্প

[b] এন্ডস্পার্ম

[c] ফ্লেশি থ্যালামাস

[d] মেসোকার্প


39. ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ?

[a] ইথিলিন

[b] সাইটোকাইনিন

[c] অক্সিন

[d] জীব্বারেলিন


40. একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির শরীরে কত গুলো পেশী বর্তমান ?

[a] 637

[b] 641

[c] 635

[d] 639


Answer Key :


1) b.  2)d.  3)a.  4)d.   5)c

6)d.  7)b.   8)a. 9)d   10)c

11)a 12)d. 13)c. 14)d. 15)b

16)a. 17)a  18)d.  19)b. 20)a 

21)a   22)b.  23)c.  24)a

25)b.  26)a   27)a  28)c

29)d   30)a.  31)a. 32)c

33)c.  34)a.  35)b.  36)d

37)a   38)d.  39)a.  40)d











Post a Comment

Previous Post Next Post

Contact Form