বিভিন্ন অ্যাসিডের উৎস তালিকা | কিসে কোন অ্যাসিড থাকে

 

নমস্কার বন্ধুরা,

আজ আমি আপনাদের জন্য বিভিন্ন অ্যাসিডের প্রাকৃতিক উৎসের একটি তালিকা নিয়ে এসেছি। এতে আপনি জানতে পারবেন, কোন খাদ্য বা উপাদানে কোন অ্যাসিড বিদ্যমান। বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষায় অ্যাসিড সংক্রান্ত প্রশ্ন প্রায়ই আসে, যেমন—ভিনিগারে কোন অ্যাসিড থাকে? পিপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায়? চায়ে কোন অ্যাসিড থাকে? ইত্যাদি। তাই এই তালিকা আপনাদের জন্য খুবই উপকারী হবে। চলুন জেনে নেওয়া যাক!

এই তালিকা আপনাদের পড়াশোনায় সহায়ক হবে। আশা করি এটি উপকৃত করবে! 😊

বিভিন্ন অ্যাসিডের উৎস তালিকা



অ্যাসিডের নামউৎস
সাইট্রিক অ্যাসিডআঙুর, কমলা লেবু
টারটারিক অ্যাসিডতেঁতুল, আঙুর
অক্সালিক অ্যাসিডটমেটো
ট্যানিক অ্যাসিডচা
অ্যাসিটিক অ্যাসিডভিনেগার
অ্যাসকরবিক অ্যাসিডআমলকি
ল্যাকটিক অ্যাসিডদই
ফরমিক অ্যাসিডপিপড়ে,মৌমাছির হুল
স্টিয়ারিক অ্যাসিডসাবান
ম্যালিক অ্যাসিডআপেল
স্টিয়ারিক অ্যাসিডসাবান
কার্বনিক অ্যাসিডকোল্ড ড্রিংকস
বিউটারিক অ্যাসিড রানসিড বাটার
স্টিয়ারিক অ্যাসিড ফ্যাট
ইউরিক অ্যাসিড মূত্র
অ্যামাইনো অ্যাসিড প্রোটিন
হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস্ট্রিক রস
ওলিক অ্যাসিড অলিভ অয়েল

Post a Comment

Previous Post Next Post

Contact Form