বিভিন্ন রোগ ও আক্রান্ত অঙ্গের তালিকা | List of diseases and affected organs

List of diseases and affected organs

 
বিভিন্ন রোগ ও আক্রান্ত অঙ্গ তালিকা

প্রিয় বন্ধুরা,
আমি আপনাদের সঙ্গে মানব দেহের বিভিন্ন রোগ ও আক্রান্ত অঙ্গের তালিকা শেয়ার করছি। এতে বিভিন্ন রোগের নাম এবং সেগুলো দেহের কোন অংশে প্রভাব ফেলে তা উল্লেখ করা হয়েছে।
পরীক্ষায় প্রায়ই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যেমন—

✅ রিকেট রোগে মানব শরীরের কোন অংশ আক্রান্ত হয়?
✅ গলগন্ড কোন অঙ্গের রোগ?

এই পোস্টটি আপনাকে এমন প্রশ্নগুলোর সঠিক উত্তর জানতে এবং পড়াশোনায় সহায়তা করতে বিশেষভাবে কাজে আসবে। 📖✨

মানব দেহের রোগ ও আক্রান্ত অঙ্গের তালিকা

রোগের নামআক্রান্ত অঙ্গ
কোভিড-১৯ফুসফুস
অ্যাজমাফুসফুস
টিউবারকিউলোসিস বা যক্ষ্মাফুসফুস
ব্রঙ্কাইটিসফুসফুস
নিউমোনিয়াফুসফুস
প্লিউরাইসিফুসফুস
আর্থারাইটিসহাড়ের সংযোগস্থল
গ্লুকোমাচোখ
ট্রাকোমাচোখ
কংজাভাইটিসচোখ
ক্যাটার‌্যাক্টচোখ
মায়োপিয়াচোখ
ডায়াবেটিস অগ্নাশয়, রক্ত
ডিপথেরিয়াগলা
একজিমাত্বক
গয়টার বা গলগন্ডগলা
মেনিনজাইটিসমস্তিষ্ক
পোলিওপা
পাইরিয়াদাঁত ও মাড়ি
টাইফয়েডঅন্ত্র
টনসিলাইটিসগলা
সাইনুসাইটিসমুখের হাড়
লিউকোমিয়ারক্ত
রিকেটঅস্থি বা হাড়
রিউম্যাটিজমঅস্থি সন্ধি
হেপাটাইটিসযকৃত
জন্ডিসযকৃত
প্যারালাইসিসস্নায়ুতন্ত্র
গ্যাস্ট্রিকপাকস্থলী
আলসারপাকস্থলী
ম্যালেরিয়াপ্লীহা
হিমোফিলিয়ারক্ত
কার্ডাইটিসহৃদপিন্ড
স্কার্ভিদাঁত
কুষ্ঠত্বক
গ্লোসিটিসজিভ
ওটাইটিসকান

Post a Comment

Previous Post Next Post

Contact Form