Question Answer Set -3 for Rail NTPC/Group D/WBCS/WBPSC
1. গৌতম বুদ্ধ কোথায় শেষ নিঃশ্বাস (মহাপরিনির্বান) ত্যাগ করেন ?
[a] রাজগির
[b] বুদ্ধগয়া
[c] সারনাথ
[d] কুশীনগর
2. মেগাস্থিনিসের লেখা বইটির নাম কি ?
[a] পুরান
[b] অর্থশাস্ত্র
[c] ইন্ডিকা
[d] রাজতরঙ্গিনী
3. বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
[a] আলাউদ্দিন মুজাহিদ শাহ
[b] আলাউদ্দিন বাহমনি শাহ
[c] আহমেদ শাহ
[d] ফিরোজ শাহ
4. স্থানীয় স্বায়ত্তশাসনের জনক (Father of Local Self Government) কাকে বলা হয় ?
[a] লর্ড মেয়ো
[b] লর্ড রিপন
[c] লর্ড কার্জন
[d] লর্ড মিন্টো
5. লর্ড কার্জন বাংলাকে কবে বিভক্ত করেছিলেন ?
[a] 16 অক্টোবর, 1905
[b] 12 অক্টোবর, 1905
[c] 18 অক্টোবর, 1905
[d] 18 এপ্রিল, 1905
6. ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
[a] অরবিন্দ ঘোষ
[b] ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
[c] বিপিন চন্দ্র পাল
[d] রাজারামমোহন রায়
7. মান্নান উপসাগর কোন উপকূলে অবস্থিত ?
[a] তামিলনাড়ু
[b] কেরালা
[c] অন্ধ্রপ্রদেশ
[d] কর্ণাটক
8. ভারতীয় প্রমান সময় কোন দ্রাঘিমা কে নির্দেশ করে ?
[a] 86.5° পূর্ব
[b] 82.5° পূর্ব
[c] 83.5° উত্তর
[d] 88.5° দক্ষিণ
9. শিবসুমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
[a] কৃষ্ণা
[b] গোদাবরী
[c] কাবেরী
[d] মহানদী
10. ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কটি ?
[a] 9
[b] 10
[c] 7
[d] 6
11. পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত ?
[a] অনির্দিষ্ট
[b] শূন্য
[c] বিষুবরেখার থেকে কিছুটা কম
[d] বিষুবরেখার থেকে কিছুটা বেশি
12. সাবান দিয়ে কোনো কিছু ধোয়া হলে সেটি পরিষ্কার হয়ে যায়, এটি কোন নীতি মেনে চলে ?
[a] পৃষ্ঠটান
[b] সান্দ্রতা
[c] ভাসন
[d] স্থিতিস্থাপকতা
13. নিম্নলিখিত কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দীর্ঘতম তরঙ্গদৈঘ্য আছে ?
[a] অতিবেগুনি রশ্মি
[b] গামা রশ্মি
[c] আলোক রশ্মি
[d] ইনফ্রারেড রশ্মি
14. উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
[a] পাইরোমিটার
[b] ক্যালরিমিটার
[c] থার্মোমিটার
[d] বোলোমিটার
15. 'সল্ট পিটার' নামে নিম্নের কোনটি পরিচিত ?
[a] NaCl
[b] KNO3
[c] Na2CO3
[d] NaHCO3
16. টিউবারকুলোসিস কিসের কারনে ঘটে ?
[a] ভাইরাস
[b] ব্যাকটেরিয়া
[c] ছত্রাক
[d] প্রোটোজোয়া
17. ভারতে প্রথম ইংরেজি সংবাদপত্র কে চালু করেন ?
[a] লর্ড রিপন
[b] উইলিয়াম বেন্টিঙ্ক
[c] দাদাভাই নৌরজি
[d] জেমস আগাস্টাস হিকি
18. 'Long Walk to Freedom' বইটি কার লেখা ?
[a] নেলসন মেন্ডেলা
[b] সোনিয়া গান্ধী
[c] বেনজির ভুট্টো
[d] লালকৃষ্ণ আদভানি
19. রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত ?
[a] ফুটবল
[b] হকি
[c] ক্রিকেট
[d] গল্ফ
20. কমনওয়েলথ গেমস 2018-তে ভারতের কনিষ্ঠ ভারউত্তোলক হিসেবে কে পদক জিতেছে ?
[a] এলিনা রেজি
[b] সরস্বতী রাউত
[c] দীপক লোথার
[d] পি গুরুরাজা
21. কততম সংশোধন কে ভারতের 'Mini Constitution' বলা হয় ?
[a] 7 th
[b] 42nd
[c] 44th
[d] 74th
22. কোন যুদ্ধে সিরাজ-উদ-দৌলা লর্ড ক্লাইভের কাছে পরাজিত হন ?
[a] পলাশীর যুদ্ধ
[b] বক্সারের যুদ্ধ
[c] পানিপথের যুদ্ধ
[d] হলদিঘাটের যুদ্ধ
23. কাকে হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে ?
[a] জগদীশ মুখী
[b] মৃদুলা সিনহা
[c] কলরাজ মিশ্র
[d] লালজী ট্যান্ডন
24. নিম্নের মধ্যে কার কোষ প্রাচীর নেই ?
[a] ইউগ্লিনা
[b] প্যারামিসিয়াম
[c] মাইকোপ্লাজমা
[d] কোনটি নয়
25. আইসিসি পুরুষ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 কোথায় সংঘটিত হলো ?
[a] ওয়েলস ও স্কটল্যান্ড
[b] ইংল্যান্ড ও ওয়েলস
[c] আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড
[d] স্কটল্যান্ড ও ইংল্যান্ড
26. আগ্রা দুর্গ কে নির্মাণ করেছিলেন ?
[a] শাহজাহান
[b] আকবর
[c] জাহাঙ্গীর
[d] বাবর
27. উইম্বলডন 2019 চ্যাম্পিয়নশিপ পুরুষ বিভাগে কে জিতলেন ?
[a] নোভাক জোকোভিচ
[b] রজার ফেডেরার
[c] জুয়ান সেবাস্তিয়ান কাবাল
[d] নিকোলাস মাহুত
28. ECG অর্থাৎ ইলেকট্রকার্ডিওগ্রাম কে আবিষ্কার করেছিলেন ?
[a] উইলিয়াম এইন্থভেন
[b] এডওয়ার্ড জেনার
[c] চার্লস উড
[d] কার্ল বেঞ্জ
29. ভারতের কিন শহরে চারমিনার অবস্থিত ?
[a] পুনা
[b] দিল্লি
[c] ঔরঙ্গবাদ
[d] হায়দ্রাবাদ
30. আলোর কণা ধর্ম নিম্নের কোনটিতে প্রকাশ পায় ?
[a] প্রতিফলন
[b] প্রতিসরণ
[c] আলোকতড়িৎ ক্রিয়া
[d] বিচ্ছুরণ
31. আধুনিক কম্পিউটার এর জনক কাকে বলে ?
[a] আলেকজান্ডার ফ্লেমিং
[b] বিল গেটস
[c] মাইকেল ফ্যারাডে
[d] চার্লস ব্যাবেজ
32. নিকেলের প্রভাবে কোন রোগ হয় ?
[a] ইটাই ইটাই
[b] ডার্মাটাইটিস
[c] শিক্ষন অক্ষমতা
[d] ব্ল্যাক ফুট ডিজিজ
33. প্রথম বৌদ্ধ সম্মেলনের পৃষ্ঠপোষক কে হয়েছিলেন ?
[a] অজাতশত্রু
[b] কালাশোক
[c] অশোক
[d] কনিষ্ক
34. প্রথম জৈন তীর্থঙ্করের কি চিন্হ ছিল ?
[a] হাতি
[b] কুমির
[c] ষাঁড়
[d] ঘোড়া
35. তুলা,জোয়ার এই ফসল গুলি কোন মাটিতে ফলে ?
[a] রেগুর মৃত্তিকা
[b] লাল মৃত্তিকা
[c] এলাভিয়াল মৃত্তিকা
[d] ল্যাটেরাইট মৃত্তিকা
36. হিরাকুদ নদী পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে ?
[a] নর্মদা
[b] গোদাবরী
[c] তাপি
[d] মহানদী
37. রাজা ভোজ আন্তর্জাতিক এয়ারপোর্ট কোথায় অবস্থিত ?
[a] মুম্বাই
[b] বারাণসী
[c] আজমীর
[d] ভোপাল
38. জনসমীক্ষা অনুযায়ী জনসংখ্যার ঘনত্বে কোন রাজ্য এগিয়ে আছে ?
[a] বিহার
[b] ওড়িশা
[c] পশ্চিমবঙ্গ
[d] মহারাষ্ট্র
39. কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে 'Socialist, Secular এবং Integrity' শব্দ গুলি যুক্ত করা হয় ?
[a] 38 তম
[b] 39 তম
[c] 41 তম
[d] 42 তম
40. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় ?
[a] মানিলা
[b] জাকার্তা
[c] নিউইয়র্ক
[d] জেনেভা
Answer Key :
1)d 2)c 3) b 4)b 5)a
6)d 7)a 8) b 9) c 10) d
11) b 12) a 13) d 14) a
15) b 16) b 17) d 18) a
19) d 20) c 21) b 22) a
23) c 24) c 25) b 26) b
27) a 28) a 29) d 30) c
31) d 32) b 33) a 34) c
35) a 36) d 37) d 38) a
39) d 40) a