Question Answer Set -3 for Rail NTPC/Group D/WBCS/WBPSC

 

Question Answer Set -3 for Rail NTPC/Group D/WBCS/WBPSC





Hello Friends, 
                  
                         GK প্রতিটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ , তাই ঠিকমত প্রাকটিস না করলে মনে রাখা খুব কঠিন | তাই আমরা নিয়ে এসেছি প্রশ্ন এবং উত্তরের সেট যেগুলো প্রাকটিস করলে পরীক্ষায় এখান থেকে ভালো মতো নম্বর তোমরা তুলতে পারবে | নিচের প্রশ্ন গুলো রাজ্য কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষায় কোনো না কোনো সময় এসেছে তাই এমন ধরনের প্রশ্ন গুলো একটু বেশি করে প্রাকটিস করা যায় তবে আশা করা যায় কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কমন পাওয়া যাবে |
                                  
                             কারণ আমরা দেখেছি প্রতিটা পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন বিগত বছর থেকে দেওয়া হয় যেগুলো আগের কোনো না কোনো পরীক্ষায় এসেছে | আমাদের প্রশ্ন উত্তরের এই সেট গুলো এমনই সব প্রশ্ন উত্তরের সম্ভার | তাই আর দেরী কেন নিচের প্রশ্ন গুলো দেখে খাতায় লিখে নাও তার পর নিচে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে দেখো কত গুলো ঠিক হলো আর কত কত গুলো ভুল | আর অবশ্যই কমেন্ট করে জানিও 40 টা প্রশ্নের মধ্যে কত গুলো ঠিক করলে আর কত গুলো ভুল |








1. গৌতম বুদ্ধ কোথায় শেষ নিঃশ্বাস (মহাপরিনির্বান) ত্যাগ করেন ?

[a] রাজগির

[b] বুদ্ধগয়া

[c] সারনাথ

[d] কুশীনগর


2. মেগাস্থিনিসের লেখা বইটির নাম কি ?

[a] পুরান

[b] অর্থশাস্ত্র

[c] ইন্ডিকা 

[d] রাজতরঙ্গিনী


3. বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

[a] আলাউদ্দিন মুজাহিদ শাহ

[b] আলাউদ্দিন বাহমনি শাহ

[c] আহমেদ শাহ

[d] ফিরোজ শাহ


4. স্থানীয় স্বায়ত্তশাসনের জনক (Father of Local Self Government) কাকে বলা হয় ?

[a] লর্ড মেয়ো

[b] লর্ড রিপন

[c] লর্ড কার্জন

[d] লর্ড মিন্টো


5. লর্ড কার্জন বাংলাকে কবে বিভক্ত করেছিলেন ?

[a] 16 অক্টোবর, 1905

[b] 12 অক্টোবর, 1905

[c] 18 অক্টোবর, 1905

[d] 18 এপ্রিল, 1905


6. ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

[a] অরবিন্দ ঘোষ

[b] ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

[c] বিপিন চন্দ্র পাল

[d] রাজারামমোহন রায়


7. মান্নান উপসাগর কোন উপকূলে অবস্থিত ?

[a] তামিলনাড়ু

[b] কেরালা

[c] অন্ধ্রপ্রদেশ

[d] কর্ণাটক


8. ভারতীয় প্রমান সময় কোন দ্রাঘিমা কে নির্দেশ করে ?

[a] 86.5° পূর্ব

[b] 82.5° পূর্ব

[c] 83.5° উত্তর

[d] 88.5° দক্ষিণ


9. শিবসুমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?

[a] কৃষ্ণা

[b] গোদাবরী

[c] কাবেরী

[d] মহানদী


10. ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কটি ?

[a] 9

[b] 10

[c] 7

[d] 6 


11. পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত ?

[a] অনির্দিষ্ট

[b] শূন্য

[c] বিষুবরেখার থেকে কিছুটা কম

[d] বিষুবরেখার থেকে কিছুটা বেশি


12. সাবান দিয়ে কোনো কিছু ধোয়া হলে সেটি পরিষ্কার হয়ে যায়, এটি কোন নীতি মেনে চলে ?

[a] পৃষ্ঠটান

[b] সান্দ্রতা

[c] ভাসন

[d] স্থিতিস্থাপকতা


13. নিম্নলিখিত কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দীর্ঘতম তরঙ্গদৈঘ্য আছে ?

[a] অতিবেগুনি রশ্মি

[b] গামা রশ্মি 

[c] আলোক রশ্মি

[d] ইনফ্রারেড রশ্মি


14. উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?

[a] পাইরোমিটার

[b] ক্যালরিমিটার

[c] থার্মোমিটার

[d] বোলোমিটার


15. 'সল্ট পিটার' নামে নিম্নের কোনটি পরিচিত ?

[a] NaCl

[b] KNO3

[c] Na2CO3

[d] NaHCO3


16. টিউবারকুলোসিস কিসের কারনে ঘটে ?

[a] ভাইরাস

[b] ব্যাকটেরিয়া

[c] ছত্রাক 

[d] প্রোটোজোয়া


17. ভারতে প্রথম ইংরেজি সংবাদপত্র কে চালু করেন ?

[a] লর্ড রিপন

[b] উইলিয়াম বেন্টিঙ্ক

[c] দাদাভাই নৌরজি

[d] জেমস আগাস্টাস হিকি


18. 'Long Walk to Freedom' বইটি কার লেখা ?

[a] নেলসন মেন্ডেলা

[b] সোনিয়া গান্ধী

[c] বেনজির ভুট্টো

[d] লালকৃষ্ণ আদভানি


19. রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত ?

[a] ফুটবল

[b] হকি

[c] ক্রিকেট

[d] গল্ফ


20. কমনওয়েলথ গেমস 2018-তে ভারতের কনিষ্ঠ ভারউত্তোলক হিসেবে কে পদক জিতেছে ?

[a] এলিনা রেজি

[b] সরস্বতী রাউত

[c] দীপক লোথার

[d] পি গুরুরাজা


21. কততম সংশোধন কে ভারতের 'Mini Constitution' বলা হয় ?

[a] 7 th

[b] 42nd

[c] 44th

[d] 74th


22. কোন যুদ্ধে সিরাজ-উদ-দৌলা লর্ড ক্লাইভের কাছে পরাজিত হন ?

[a] পলাশীর যুদ্ধ

[b] বক্সারের যুদ্ধ

[c] পানিপথের যুদ্ধ

[d] হলদিঘাটের যুদ্ধ


23. কাকে হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে ?

[a] জগদীশ মুখী

[b] মৃদুলা সিনহা

[c] কলরাজ মিশ্র

[d] লালজী ট্যান্ডন


24. নিম্নের মধ্যে কার কোষ প্রাচীর নেই ?

[a] ইউগ্লিনা

[b] প্যারামিসিয়াম

[c] মাইকোপ্লাজমা

[d] কোনটি নয়


25. আইসিসি পুরুষ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 কোথায় সংঘটিত হলো ?

[a] ওয়েলস ও স্কটল্যান্ড

[b] ইংল্যান্ড ও ওয়েলস

[c] আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড

[d] স্কটল্যান্ড ও ইংল্যান্ড


26. আগ্রা দুর্গ কে নির্মাণ করেছিলেন ?

[a] শাহজাহান

[b] আকবর

[c] জাহাঙ্গীর

[d] বাবর


27. উইম্বলডন 2019 চ্যাম্পিয়নশিপ পুরুষ বিভাগে কে জিতলেন ?

[a] নোভাক জোকোভিচ

[b] রজার ফেডেরার

[c] জুয়ান সেবাস্তিয়ান কাবাল

[d] নিকোলাস মাহুত


28. ECG অর্থাৎ ইলেকট্রকার্ডিওগ্রাম কে আবিষ্কার করেছিলেন ?

[a] উইলিয়াম এইন্থভেন

[b] এডওয়ার্ড জেনার

[c] চার্লস উড

[d] কার্ল বেঞ্জ


29. ভারতের কিন শহরে চারমিনার অবস্থিত ?

[a] পুনা

[b] দিল্লি

[c] ঔরঙ্গবাদ

[d] হায়দ্রাবাদ


30. আলোর কণা ধর্ম নিম্নের কোনটিতে প্রকাশ পায় ?

[a] প্রতিফলন

[b] প্রতিসরণ

[c] আলোকতড়িৎ ক্রিয়া

[d] বিচ্ছুরণ


31. আধুনিক কম্পিউটার এর জনক কাকে বলে ?

[a] আলেকজান্ডার ফ্লেমিং

[b] বিল গেটস

[c] মাইকেল ফ্যারাডে

[d] চার্লস ব্যাবেজ


32. নিকেলের প্রভাবে কোন রোগ হয় ?

[a] ইটাই ইটাই

[b] ডার্মাটাইটিস

[c] শিক্ষন অক্ষমতা

[d] ব্ল্যাক ফুট ডিজিজ


33. প্রথম বৌদ্ধ সম্মেলনের পৃষ্ঠপোষক কে হয়েছিলেন ?

[a] অজাতশত্রু

[b] কালাশোক

[c] অশোক

[d] কনিষ্ক


34. প্রথম জৈন তীর্থঙ্করের কি চিন্হ ছিল ?

[a] হাতি

[b] কুমির

[c] ষাঁড়

[d] ঘোড়া


35. তুলা,জোয়ার এই ফসল গুলি কোন মাটিতে ফলে ?

[a] রেগুর মৃত্তিকা

[b] লাল মৃত্তিকা

[c] এলাভিয়াল মৃত্তিকা

[d] ল্যাটেরাইট মৃত্তিকা


36. হিরাকুদ নদী পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে ?

[a] নর্মদা

[b] গোদাবরী

[c] তাপি

[d] মহানদী


37. রাজা ভোজ আন্তর্জাতিক এয়ারপোর্ট কোথায় অবস্থিত ?

[a] মুম্বাই

[b] বারাণসী

[c] আজমীর

[d] ভোপাল


38. জনসমীক্ষা অনুযায়ী জনসংখ্যার ঘনত্বে কোন রাজ্য এগিয়ে আছে ?

[a] বিহার

[b] ওড়িশা

[c] পশ্চিমবঙ্গ

[d] মহারাষ্ট্র


39. কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে 'Socialist, Secular এবং Integrity' শব্দ গুলি যুক্ত করা হয় ?

[a] 38 তম

[b] 39 তম

[c] 41 তম

[d] 42 তম


40. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় ?

[a] মানিলা

[b] জাকার্তা

[c] নিউইয়র্ক

[d] জেনেভা







Answer Key :

1)d  2)c  3) b  4)b   5)a

6)d  7)a  8) b  9) c  10) d

11) b  12) a  13) d  14) a

15) b  16) b  17) d  18) a

19) d  20) c  21) b  22) a

23) c  24) c  25) b  26) b

27) a  28) a  29) d  30) c

31) d  32) b  33) a  34) c

35) a  36) d  37) d  38) a

39) d  40) a





Post a Comment

Previous Post Next Post

Contact Form