General Science Question Answer for Rail NTPC/Group D/WBCS/WBPSC
1. 'কোশ' শব্দটির প্রবর্তন কে করেন ?
[a] রবার্ট ব্রাউন
[b] রবার্ট হুক
[c] রবার্ট লিও
[d] রবার্ট সন
2. সেলুলোজ এবং চিটিন দিয়ে তৈরি অঙ্গানুটির নামটির নাম কি ?
[a] মাইটোকন্ড্রিয়া
[b] প্রোটোপ্লাজম
[c] কোশপর্দা
[d] কোশপ্রাচীর
3. কোশ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সাহায্য করে কোন অঙ্গানু ?
[a] সেন্ট্রজোম
[b] প্লাস্টিড
[c] এন্ডপ্লাজমিক রেটিকিউলাম
[d] নিউক্লিয়াস
4. প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন প্রকার RNA ?
[a] mRNA
[b] tRNA
[c] rRNA
[d] এদের কোনটি নয়
5. হ্যাপ্লয়েড কোশে সমস্ত সংখ্যক জিনের উপস্থিতি কে কি বলে ?
[a] জিনপুল
[b] সেক্স ক্রোমোজোম
[c] অটোজম
[d] জিনোম
6. ভাইরোলজি বলতে কোন বিষয় নিয়ে পড়াশোনা করাকে বোঝায় ?
[a] ছত্রাক
[b] প্রোটোজোয়া
[c] ব্যাকটেরিয়া
[d] ভাইরাস
7. অ্যান্টিজেন থাকে না নিম্নের কোনটি ?
[a] O গ্রুপ
[b] A গ্রুপ
[c] B গ্রুপ
[d] AB গ্রুপ
8. নিম্নের কোন এনজাইম টি ফ্যাটকে গ্লিসারল ও ফ্যাটি এসিড-এ পরিণত করে ?
[a] সুক্রোজ
[b] লাইপেজ
[c] ইরিপসিন
[d] ট্রিপসিন
9. পিত্তের pH এর মান কত ?
[a] 7.1
[b] 6.5
[c] 7.7
[d] 8.3
10. সদ্যজাত শিশুর শরীরে কত গুলো হাড় থাকে ?
[a] 250
[b] 300
[c] 350
[d] 206
11. পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রন করে কে ?
[a] হাইপোথালামাস
[b] থাইরয়েড গ্রন্থি
[c] অ্যাড্রেনাল গ্রন্থি
[d] এদের কোনটি নয়
12. ভূপৃষ্ঠের মুক্তি বেগ কত ?
[a] 12.3 km/s
[b] 11.2 km/s
[c] 13.4 km/s
[d] 15.8 km/s
13. 1 অ্যাটমোস্ফিয়ার চাপ কত টর চাপের সমান ?
[a] 800
[b] 450
[c] 850
[d] 760
14. দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রটির নাম কি ?
[a] হাইগ্ৰমিটার
[b] ল্যাকটিনোমিটার
[c] ল্যাকটোমিটার
[d] ল্যাক্টনাইডমিটার
15. SI পদ্ধতিতে পৃষ্ঠটানের একক কি ?
[a] জুল/মিটার
[b] পাসকাল
[c] নিউটন
[d] জুল/মিটার^2
16. যদি জলের উপর কেরোসিন ছড়ানো হয় তবে পৃষ্ঠটানের কি পরিবর্তন ঘটে ?
[a] একই থাকে
[b] কমবে
[c] বাড়বে
[d] প্রথমে কমে পরে বাড়বে
17. গামা রশ্মি কে আবিষ্কার করেন ?
[a] নিউটন
[b] রিটটার
[c] হেনরি বেকারেল
[d] মার্কনি
18. চাপ বাড়ালে শব্দের গতিবেগ এর কি পরিবর্তন ঘটে ?
[a] হ্রাস পায়
[b] বৃদ্ধি পায়
[c] গতিবেগ ত্বরান্বিত হয়
[d] কোনো পরিবর্তন হয় না
19. ম্যাক নাম্বার যদি 1 এর বেশি হয় তবে সেই বেগকে বলা হয়
[a] সুপারসনিক বেগ
[b] হাইপারসনিক বেগ
[c] সাবসনিক বেগ
[d] এর কোনটি নয়
20. চোখের জলের pH এর মান কত ?
[a] 7.4
[b] 6.4
[c] 8.4
[d] 5.4
21. কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন ?
[a] প্ল্যাংক
[b] আইনস্টাইন
[c] রাদারফোর্ড
[d] হাইজেনবার্গ
22. আলোর প্রতিসরণ সূত্র আবিষ্কার করেন কে ?
[a] হুক
[b] স্নেল
[c] বয়েল
[d] ওয়েসিক
23. নিম্নের কোনটি লদ্ধ একক ?
[a] ক্যান্ডেলা
[b] নিউটন
[c] কেলভিন
[d] অ্যাম্পিয়ার
24. ঘন্টার কাঁটার গতি কি রকম গতি ?
[a] রৈখিক গতি
[b] উপবৃত্তাকার গতি
[c] পর্যাবৃত্ত গতি
[d] স্পন্দন গতি
25. স্থির অবস্থান থেকে বিনা বাঁধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ে -
[a] সমানুপাতিক
[b] বর্গের সমানুপাতিক
[c] বর্গের ব্যস্তানুপাতিক
[d] ব্যস্তানুপাতিক
26. শব্দ তরঙ্গের প্রকৃতি কেমন ?
[a] অনুদৈঘ্য
[b] তির্যক
[c] অবলোহিত
[d] এর কোনটি নয়
27. অপটিক্যাল ফাইবারে ডাটা পরিবহনে কোন নীতির প্রয়োগ দেখা যায় ?
[a] প্রতিফলন
[b] প্রতিসরণ
[c] পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
[d] বিচ্ছুরণ
28. দেশলাইয়ে নিম্নের কোন উপাদান বর্তমান ?
[a] ফসফরাস
[b] ম্যাগনেসিয়াম
[c] ক্যালসিয়াম
[d] সোডিয়াম
29. নিম্নের কোন রাসায়নিক পদার্থটি 'টেবিল সল্ট' নামে পরিচিত ?
[a] ক্যালসিয়াম ক্লোরাইড
[b] ফসফরাস ক্লোরাইড
[c] ম্যাগনেসিয়াম ক্লোরাইড
[d] সোডিয়াম ক্লোরাইড
30. তেজস্ক্রিয় ভাঙনের জন্য দায়ী কোন বল ?
[a] মহাকর্ষ বল
[b] দুর্বল নিউক্লিয় বল
[c] সবল নিউক্লিয় বল
[d] তড়িৎ চৌম্বক বল
31. শব্দের উৎস কত হলে আমরা শব্দ শুনতে পাই ?
[a] 20 Hz এর নীচে
[b] 2000 Hz এর উপরে
[c] 20 Hz থেকে 20000 Hz এর মধ্যে
[d] 20000 Hz এর বেশি
32. রেটিনা ও চক্ষুলেন্সের মধ্যবর্তী স্থানে জেলী জাতীয় যে পদার্থ থাকে তাকে কি বলে ?
[a] অশ্রু
[b] অ্যাকুয়াস হিউমার
[c] ভিট্রিয়াস হিউমার
[d] রড
33. রেটিনায় বস্তুর কেমন প্রতিবিম্ব গঠিত হয় ?
[a] বাস্তব ও সোজা
[b] অবাস্তব ও উল্টো
[c] বাস্তব ও উল্টো
[d] অবাস্তব ও সোজা
34. এন্ডোসকপি যন্ত্র টি কোন নীতিতে কাজ করে ?
[a] আলোর প্রতিফলন
[b] আলোর প্রতিসরণ
[c] আলোর বিচ্ছুরণ
[d] আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
35. মোটর গাড়ির হেড লাইটে প্রতিফলক হিসেবে কোনটি ব্যবহৃত হয় ?
[a] উত্তল দর্পন
[b] সমতল দর্পন
[c] অবতল দর্পন
[d] উত্তল লেন্স
36. LPG গ্যাসের প্রধান উপাদান কোনটি ?
[a] প্রোপেন
[b] বিউটেন
[c] মিথেন
[d] পেন্টেন
37. হস্রদৃষ্টি বা মায়োপিয়া প্রতিকারে কি ধরনের লেন্স ব্যবহার করা হয় ?
[a] অবতল লেন্স
[b] উত্তল লেন্স
[c] গোলীয়তল লেন্স
[d] কোনটি নয়
38. কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম ?
[a] সবুজ
[b] নীল
[c] বেগুনি
[d] লাল
39. ফিউজতারের বৈশিষ্ট্য কি ?
[a] রোধ কম ও গলনাঙ্ক বেশি
[b] রোধ কম
[c] রোধ উচ্চ ও গলনাঙ্ক কম
[d] গলনাঙ্ক কম
40. বৈদ্যুতিক তাপ উৎপাদক যন্ত্র যেমন ইলেকট্রিক ইস্ত্রি, হিটার ইত্যাদিতে কোন তার ব্যবহার হয় ?
[a] নাইক্রোম
[b] তামা
[c] রুপো
[d] ফিউজতার
Answer key :
1)b. 2)d. 3)a 4)c. 5)d
6)d. 7)a. 8)b. 9)c. 10)b
11)a. 12)b. 13)d. 14)c. 15)d
16)b. 17)c. 18)d. 19)a. 20)a
21)a. 22)b. 23)b. 24)c.
25)b. 26)a. 27)c. 28)a
29)d 30)b. 31)c. 32)c
33)c 34)d. 35)a. 36)b
37)a. 38)d 39)c. 40)a