ইতিহাস জিকে সাজেশন ১


সাহিত্য ও ইতিহাস: ইলিয়ড ও ওডিসি মহাকাব্যের রচয়িতা হোমার। টম থাম্বোর রচয়িতা রিচার্ড জনসন। ইতিহাসের জনক হেরোডোটাস। চৈনিক ইতিহাসের জনক সু-মা-কিয়েন।

বিজ্ঞান: মানবদেহে কোষের আবিষ্কারক রবার্ট হুক।

ভারতের রাজনীতি: পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ।

সাংস্কৃতিক বিষয়: লুভর মিউজিয়াম প্যারিসে অবস্থিত। মাদার টেরিজা ভারতরত্ন পেয়েছিলেন 1980 সালে।

বিভিন্ন বিষয়: ISRO হল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সংক্ষিপ্ত রূপ। পুরান বিষয়ক তত্ত্বকে পুরাণতত্ত্ব বলা হয়। গ্রিসের একটি আন্যতম কিংবদন্তি চরিত্র হারকিউলিস। লোককথা মানুষের জীবন ও সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। জাদুঘরের উৎপত্তি গ্রিসে।

আরও জানতে চাইলে:

বিস্তারিত জানার জন্য: আপনি যে বিষয়ে আরও জানতে চান, তার বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন।

অন্যান্য প্রশ্ন: আপনার মনে যে কোন প্রশ্ন আছে, সেগুলিও জিজ্ঞাসা করতে পারেন।

উদাহরণ:

প্রশ্ন: মাদার টেরিজা কেন ভারতরত্ন পেয়েছিলেন?

প্রশ্ন: হেরোডোটাসকে ইতিহাসের জনক কেন বলা হয়?

প্রশ্ন: ISRO কী কাজ করে?

আমি আপনার প্রশ্নের যথাসম্ভব সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব।

Post a Comment

Previous Post Next Post

Contact Form