৫০ টি গুরুত্বপূর্ণ ইতিহাস সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
- ভারতের মউর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন? - চন্দ্রগুপ্ত মউর্য।
- কোন প্রাচীন ভারতীয় গ্রন্থকে বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়? - ঋগ্বেদ।
- কোন প্রাচীন ভারতীয় ভাষায় বেশিরভাগ হিন্দু ধর্মীয় গ্রন্থ লেখা হয়েছে? - সংস্কৃত।
- কে "ভারতীয় সংবিধানের জনক" নামে পরিচিত? - ড. বি. আর. আম্বেদকর।
- কোন বিখ্যাত মউর্য সম্রাট বৌদ্ধধর্মকে ভারত এবং বাইরের দেশে ছড়িয়ে দিয়েছিলেন? - অশোক মহান।
- সিন্ধু সভ্যতা বর্তমান কোন দেশে অবস্থিত ছিল? - পাকিস্তান।
- ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? - ইন্দিরা গান্ধী।
- নালন্দা শহরে অবস্থিত বিখ্যাত প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কী? - নালন্দা বিশ্ববিদ্যালয়।
- কে "ভারতের লৌহমানব" নামে পরিচিত? - সরদার বল্লভভাই প্যাটেল।
- কোন মুঘল সম্রাট তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে তাজমহল নির্মাণ করেছিলেন? - শাহজাহান।
- ভারতীয় জাতীয় কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠিত হয়? - ১৮৮৫।
- "ডিসকভারি অব ইন্ডিয়া" বইয়ের লেখক কে? - জওহরলাল নেহেরু।
- ১৭৫৭ সালের কোন যুদ্ধ ব্রিটিশ শাসনের সূচনা করেছিল? - প্লাসির যুদ্ধ।
- মহাত্মা গান্ধী ১৯১৫ সালে কোন জাহাজে করে ভারতে ফিরে আসেন? - এসএস আরাবিয়া।
- মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় নারী কে? - কল্পনা চাওলা।
- মউর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? - চন্দ্রগুপ্ত মউর্য।
- কে অহিংস অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন? - মহাত্মা গান্ধী।
- ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা সিপাহী বিদ্রোহ কোন সালে সংঘটিত হয়? - ১৮৫৭।
- ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? - বাহাদুর শাহ দ্বিতীয়।
- প্রথম ভারতীয় নারী যিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হয়েছিলেন কে? - বিজয়া লক্ষ্মী পণ্ডিত।
- ভারত ও ইউরোপকে সংযুক্ত করা বিখ্যাত প্রাচীন বাণিজ্য পথের নাম কী? - সিল্ক রোড।
- ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নেতৃত্বে কে ছিলেন? - জেনারেল ডায়ার।
- লবণ সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে? - মহাত্মা গান্ধী।
- ভারত ব্রিটিশ শাসন থেকে কোন সালে স্বাধীনতা অর্জন করে? - ১৯৪৭।
- প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার জিতেছিলেন কে? - রবীন্দ্রনাথ ঠাকুর।
- শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? - গুরু নানক।
- ভারতীয় সমাজ সংস্কারক যিনি নারী শিক্ষার জন্য আন্দোলন করেছেন কে? - রাজা রাম মোহন রায়।
- কোন প্রাচীন ভারতীয় গণিতবিদ শূন্য এবং দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিলেন? - আর্যভট্ট।
- ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি কে? - ড. বি. আর. আম্বেদকর।
- মহারাষ্ট্রের বিখ্যাত বৌদ্ধ গুহা কমপ্লেক্সের নাম কী? - আজন্তা গুহা।
- প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগতভাবে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন কে? - অভিনব বিন্দ্রা।
- কোন বিখ্যাত যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান ও মুহাম্মদ ঘোরীর মধ্যে সংঘটিত হয়েছিল? - তারাইনের প্রথম যুদ্ধ।
- সিন্ধু সভ্যতার ব্যবহৃত অপঠিত লিপির নাম কী? - সিন্ধু লিপি।
- প্রথম নারী যিনি এককভাবে আটলান্টিক মহাসাগর অতিক্রম করেছিলেন কে? - অ্যামেলিয়া ইয়ারহার্ট।
- ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? - ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন।
- দিল্লির লাল কেল্লা কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিলেন? - শাহজাহান।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় জাতীয় সেনাবাহিনীর (আইএনএ) নেতা কে ছিলেন? - সুভাষ চন্দ্র বসু।
- কোন প্রাচীন ভারতীয় মহাকাব্য রাজপুত্র রামের গল্প বলে? - রামায়ণ।
- প্রথম ভারতীয় নারী যিনি অলিম্পিক পদক জিতেছেন কে? - কর্ণম মালেশ্বরী।
- কোন সম্রাট তার শিলা আদেশ ও স্তম্ভগুলির মাধ্যমে ধর্মীয় সহনশীলতা প্রচার করেছিলেন? - অশোক মহান।
- ১৯৪২ সালের কোন আন্দোলন ভারতের স্বাধীনতার জন্য চূড়ান্ত ডাক দিয়েছিল? - ভারত ছাড়ো আন্দোলন।
- প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন? - রাকেশ শর্মা।
- রাজনীতি ও রাষ্ট্রনীতির উপর লেখা প্রাচীন ভারতীয় গ্রন্থের নাম কী? - অর্থশাস্ত্র।
- কোন রাজা বিখ্যাত কনারকের সূর্য মন্দির নির্মাণ করেছিলেন? - রাজা নারসিংহদেব প্রথম।
- ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? - ইন্দিরা গান্ধী।
- প্রাচীন ভারতে গুরুত্বপূর্ণ বাণিজ্য সংগঠনের নাম কী? - মউর্য।
- ভারতে খেলাফত আন্দোলনের নেতা কে ছিলেন? - মহাত্মা গান্ধী।
- মহাত্মা গান্ধীকে কোথায় হত্যা করা হয়েছিল? - বিড়লা হাউস।
- পদার্থবিদ্যায় নোবেল জয়ী প্রথম ভারতীয় কে? - সি. ভি. রামান।
- "ভারতীয় বিপ্লবের জননী" হিসেবে কাকে গণ্য করা হয়? - রানি লক্ষ্মীবাই।
Tags
history