Top 50 History General Knowledge Questions and Answers

Top 50 History General Knowledge Questions and Answers
Top 50 History General Knowledge Questions and Answers

৫০ টি গুরুত্বপূর্ণ ইতিহাস সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

  1. ভারতের মউর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন? - চন্দ্রগুপ্ত মউর্য।
  2. কোন প্রাচীন ভারতীয় গ্রন্থকে বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়? - ঋগ্বেদ।
  3. কোন প্রাচীন ভারতীয় ভাষায় বেশিরভাগ হিন্দু ধর্মীয় গ্রন্থ লেখা হয়েছে? - সংস্কৃত।
  4. কে "ভারতীয় সংবিধানের জনক" নামে পরিচিত? - ড. বি. আর. আম্বেদকর।
  5. কোন বিখ্যাত মউর্য সম্রাট বৌদ্ধধর্মকে ভারত এবং বাইরের দেশে ছড়িয়ে দিয়েছিলেন? - অশোক মহান।
  6. সিন্ধু সভ্যতা বর্তমান কোন দেশে অবস্থিত ছিল? - পাকিস্তান।
  7. ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? - ইন্দিরা গান্ধী।
  8. নালন্দা শহরে অবস্থিত বিখ্যাত প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কী? - নালন্দা বিশ্ববিদ্যালয়।
  9. কে "ভারতের লৌহমানব" নামে পরিচিত? - সরদার বল্লভভাই প্যাটেল।
  10. কোন মুঘল সম্রাট তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে তাজমহল নির্মাণ করেছিলেন? - শাহজাহান।
  11. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠিত হয়? - ১৮৮৫।
  12. "ডিসকভারি অব ইন্ডিয়া" বইয়ের লেখক কে? - জওহরলাল নেহেরু।
  13. ১৭৫৭ সালের কোন যুদ্ধ ব্রিটিশ শাসনের সূচনা করেছিল? - প্লাসির যুদ্ধ।
  14. মহাত্মা গান্ধী ১৯১৫ সালে কোন জাহাজে করে ভারতে ফিরে আসেন? - এসএস আরাবিয়া।
  15. মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় নারী কে? - কল্পনা চাওলা।
  16. মউর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? - চন্দ্রগুপ্ত মউর্য।
  17. কে অহিংস অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন? - মহাত্মা গান্ধী।
  18. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা সিপাহী বিদ্রোহ কোন সালে সংঘটিত হয়? - ১৮৫৭।
  19. ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? - বাহাদুর শাহ দ্বিতীয়।
  20. প্রথম ভারতীয় নারী যিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হয়েছিলেন কে? - বিজয়া লক্ষ্মী পণ্ডিত।
  21. ভারত ও ইউরোপকে সংযুক্ত করা বিখ্যাত প্রাচীন বাণিজ্য পথের নাম কী? - সিল্ক রোড।
  22. ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নেতৃত্বে কে ছিলেন? - জেনারেল ডায়ার।
  23. লবণ সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে? - মহাত্মা গান্ধী।
  24. ভারত ব্রিটিশ শাসন থেকে কোন সালে স্বাধীনতা অর্জন করে? - ১৯৪৭।
  25. প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার জিতেছিলেন কে? - রবীন্দ্রনাথ ঠাকুর।
  26. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? - গুরু নানক।
  27. ভারতীয় সমাজ সংস্কারক যিনি নারী শিক্ষার জন্য আন্দোলন করেছেন কে? - রাজা রাম মোহন রায়।
  28. কোন প্রাচীন ভারতীয় গণিতবিদ শূন্য এবং দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিলেন? - আর্যভট্ট।
  29. ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি কে? - ড. বি. আর. আম্বেদকর।
  30. মহারাষ্ট্রের বিখ্যাত বৌদ্ধ গুহা কমপ্লেক্সের নাম কী? - আজন্তা গুহা।
  31. প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগতভাবে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন কে? - অভিনব বিন্দ্রা।
  32. কোন বিখ্যাত যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান ও মুহাম্মদ ঘোরীর মধ্যে সংঘটিত হয়েছিল? - তারাইনের প্রথম যুদ্ধ।
  33. সিন্ধু সভ্যতার ব্যবহৃত অপঠিত লিপির নাম কী? - সিন্ধু লিপি।
  34. প্রথম নারী যিনি এককভাবে আটলান্টিক মহাসাগর অতিক্রম করেছিলেন কে? - অ্যামেলিয়া ইয়ারহার্ট।
  35. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? - ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন।
  36. দিল্লির লাল কেল্লা কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিলেন? - শাহজাহান।
  37. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় জাতীয় সেনাবাহিনীর (আইএনএ) নেতা কে ছিলেন? - সুভাষ চন্দ্র বসু।
  38. কোন প্রাচীন ভারতীয় মহাকাব্য রাজপুত্র রামের গল্প বলে? - রামায়ণ।
  39. প্রথম ভারতীয় নারী যিনি অলিম্পিক পদক জিতেছেন কে? - কর্ণম মালেশ্বরী।
  40. কোন সম্রাট তার শিলা আদেশ ও স্তম্ভগুলির মাধ্যমে ধর্মীয় সহনশীলতা প্রচার করেছিলেন? - অশোক মহান।
  41. ১৯৪২ সালের কোন আন্দোলন ভারতের স্বাধীনতার জন্য চূড়ান্ত ডাক দিয়েছিল? - ভারত ছাড়ো আন্দোলন।
  42. প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন? - রাকেশ শর্মা।
  43. রাজনীতি ও রাষ্ট্রনীতির উপর লেখা প্রাচীন ভারতীয় গ্রন্থের নাম কী? - অর্থশাস্ত্র।
  44. কোন রাজা বিখ্যাত কনারকের সূর্য মন্দির নির্মাণ করেছিলেন? - রাজা নারসিংহদেব প্রথম।
  45. ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? - ইন্দিরা গান্ধী।
  46. প্রাচীন ভারতে গুরুত্বপূর্ণ বাণিজ্য সংগঠনের নাম কী? - মউর্য।
  47. ভারতে খেলাফত আন্দোলনের নেতা কে ছিলেন? - মহাত্মা গান্ধী।
  48. মহাত্মা গান্ধীকে কোথায় হত্যা করা হয়েছিল? - বিড়লা হাউস।
  49. পদার্থবিদ্যায় নোবেল জয়ী প্রথম ভারতীয় কে? - সি. ভি. রামান।
  50. "ভারতীয় বিপ্লবের জননী" হিসেবে কাকে গণ্য করা হয়? - রানি লক্ষ্মীবাই।

Post a Comment

Previous Post Next Post

Contact Form